বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

কাঁচি


কাঁচি



কাঁচি।
দুটি ফলাযুক্ত কর্তনযন্ত্র বিশেষ !
কাঁচি দিয়ে কাপড় ইত্যাদি কাটা হয় ! কাটতে গেলে কঁচ কঁচ শব্দ হয় !

কাঁচি শব্দটা এসেছে, তুরকি শব্দ,  'কইন্ চি' থেকে !

কাঁচিকে,  আনেক সময়,  কথ্য বাংলা কথায়,  'কাঁইনচি' বলা হয় !

কাছাকাছি অন্য বাংলা শব্দ, 'কঞ্চি' !
অবিশ্যি তার অর্থ আলাদা !
কঞ্চি।
বাঁশের সরু ডাল !
কথায় বলে, বাঁশের চেয়ে কঞ্চি দড় !

কঞ্চিকে, তুর্কি ভাষায় বলে, 'কম্ চী' !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন