সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

যুক্তি-বুদ্ধি এবং বোধি


যুক্তি-বুদ্ধি এবং বোধি



প্রণব কুমার কুণ্ডু











যে কোন সার্থক সৃষ্টি,  তা সে,  অধ্যাত্মজীবন সাধনাই হ'ক,  বা,  আমার কবিতা সৃষ্টিই হ'ক,  বোধির আবেশেই তা ঘটে !

বোধি  realization !

সেখানে, বুদ্ধির প্রভাব থাকে !
যুক্তির প্রভাবও থাকে !

বোধি যেন হন, গর্ভধারিণী মাতা !
সেখানে,  বুদ্ধি,  ধাত্রীমাতা ! ধাইমা ! প্রসবকারিণী রমণী ! পরিচর্যাকারিণী নারী ! সেবিকা ! nurse ! পালনকারিণী !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন