বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

অষ্টাঙ্গ মার্গ


অষ্টাঙ্গ মার্গ



অষ্টাঙ্গ। দেহের আট অঙ্গ বা অবয়ব।

১।যম
২। নিয়ম
৩। আসন
৪। প্রাণায়াম
৫। প্রত্যাহার
৬। ধ্যান
৭। ধারণা
৮। সমাধি
এই আট প্রকার যোগ।

অষ্টাঙ্গ প্রণাম।
১। জানু
২। পদ
৩। হস্ত
৪। উরু
৫।বুদ্ধি
৬। শির
৭। বাক্য
৮। চক্ষু
এই আট অঙ্গের ব্যবহার।

দেহের আটটি অবয়ব।
১।
২। দুই হাত
৩। হৃদয়
৪। কপাল
৫।
৬। দুই চোখ
৭। কণ্ঠ
৮। মেরুদণ্ড

কিংবা
১।
২। দুই হাত
৩। হৃদয়
৪। কপাল
৫।
৬। দুই জানু
৭।
৮। দুই চরণ

অথবা
১।
২। দুই হাত
৩। হৃদয়
৪। কপাল
৫।
৬। দুই চোখ
৭। মন
৮। বাক্য

কিংবা
১।
২। দুই পায়ের দুই পাতার দুই বুড়ো আঙ্গুল
৩।
৪। দুই হাঁটু
৫।
৬। দুই হাত
৭। বুক
৮। নাক

অথবা
ঐ  'আট'-এর বিভাগ করা,  'আট'-গুলোর অন্যধরণের  combination !

মার্গ।
১। পন্থা। পথ।
২। প্রকৃষ্ট উপায়
৩। সাধন প্রনালী
৪। ধর্মপথ

এ ছাড়া
মার্গ।
১। সঙ্গীতের খাঁটি শাস্ত্রীয় পদ্ধতি

মার্গসঙ্গীত।
১। উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত

মার্গণ।
১। প্রার্থনা
২। অন্বেষণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন