সোমবার, ১০ এপ্রিল, ২০১৭

তোর্ষার জল


তোর্ষার জল



তিস্তার বদলে তোর্ষার জল !
বাংলাদেশে বইবে জলের ঢল !

বছর চারেক আগে কোচবিহার গিয়েছিলাম !
কুচবিহার শহরের তোর্ষা নদীর ধার ধরে কিছুটা হেঁটেছিলাম !
বাসে করে তোর্ষার ব্রিজ পার হয়ে, তোর্ষা নদীর ওপারে গিয়েছিলাম !
সব কিছু দেখেছিলাম !

কিন্তু তোর্ষার জল কোথায় ? 
কতটুকু জল বাংলাদেশকে পশ্চিমবঙ্গ দিতে পারবে !
তোর্ষার জল পেলে বাংলাদেশের কি হবে ?

তবে বর্ষাকালে তোর্ষায় বন্যার জল থাকে !
বর্ষার তোর্ষার জল পেলে   বাংলাদেশ বন্যায় ভাসবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন