সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

রামরাজ্য ২


রামরাজ্য ২



রামরাজ্য



রামরাজ্য প্রতিষ্ঠিত হলে জগতে ত্রিতাপ, অর্থাৎ, আধিদৈবিক আধিভৌতিক আধ্যাত্মিক দুঃখ থাকবে না !


সকল সম্প্রদায়ের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে !


সকলেই  বেদ কথিত নীতি-উপদেশ অনুসবণ করে নিজ নিজ ধর্মপালনে নিত্যযুক্ত রইবে !


কেউ মূর্খ থাকবে না !


সবাই শুভলক্ষণযুক্ত হয়ে উঠবে !


সকলের মনের দম্ভ তিরোহিত হবে !


সকলেই ধর্মপরায়ণ পুণ্যাত্মা হয়ে উঠবে !


সকলেই বুদ্ধিমান গুণধাম হবে !


সকলেই পণ্ডিত ও জ্ঞানী হয়ে উঠবে !


সত্য শৌচ দয়া দান এই চতুর্বিধ পথে সকলেই ধর্মজগতে প্রতিষ্ঠালাভ করবে !


কোথাও পাপ রইবে না !


নারীপুরুষ বালকবালিকা সবাই রামভক্ত হবে !


সবাইকে এতদিনের রামভক্ত হনুমানকে,  কোলে তুলে নাচানাচি করতে হবে !


মোক্ষপ্রাপ্তির যোগ্যতা সবাই অর্জন করবে !


অকাল মৃত্যু বন্ধ হবে !


রোগভোগ অসুখবিসুখ থাকবে না !


দারিদ্র দুঃখ দীন হীন ভাবের অবসান হবে !


সকলের মধ্যে কৃতজ্ঞতা স্বীকার করার মহৎ গুণ জন্মাবে !


ছলচাতুরী অন্তর্ধান করবে !


রামরাজ্যে জগতে স্থাবরজঙ্গম সকলেই কাল কর্ম স্বভাব গুণ উদ্ভূত দুঃখ থেকে, মুক্তি লাভ করবে।

সকল পুরুষই স্বভার্যার সেবনকারী হবেন !


সকল রমণীও কায়মনোবাক্যে পতির অনুকূল হবেন !


রামরাজ্যে সকলেই উদারচিত্ত পরোপকারী হবেন !


রামরাজ্যে কিন্তু সকলকেই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের সেবক হতে হবে !


ব্রাহ্মণদের সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে !



পারবেন তো ?


রামরাজ্য আনতে গেলে আপনাকে তিনটে জিনিস করতে হবে !


এক।

দান করতে হবে !


দুই।

ব্রাহ্মণদের গড় হয়ে প্রণাম করতে হবে !


তিন।

বিজেপিকে দলবদ্ধভাবে ভোট দিয়ে নির্বাচনে জিতিয়ে আনতে হবে !


রামরাজ্যে বিধর্মীরাও রামের ভক্ত বনে যাবেন !


সবাই রুজিরোজগারের সমান সুযোগ পাবেন !
 
 





*সূত্র 'শ্রীরামচরিতমানস', পৃষ্ঠা ১২৫৯, ১২৬১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন