বুধবার, ৫ এপ্রিল, ২০১৭

দুঃখ


দুঃখ



আমরা তিন ধরণের দুঃখের সাথে পরিচিত !

১। জাগতিক।
২। মানসিক।
৩। আধ্যাত্মিক।

মানুষ সব সময়ই দুঃখ থেকে রেহাই পেতে চায় !

রেহাই। নিষ্কৃতি। অব্যাহতি।
'রেহাই'  শব্দটি এসেছে, ফারসি শব্দ,  'রিহাঈ'  থেকে !

পারলে, মানুষ, মুক্তিও চায় !

অর্থ মানুষকে,  জাগতিক  [ অর্থাৎ আধিভৌতিক ]  দুঃখ থেকে, রেহাই দিতে চেষ্টা করতে পারে, কখনও রেহাই দেয়ও !

বাকি দুই প্রকার দুঃখ থেকে রেহাই মিলতে পারে,  'পরমার্থ'  দ্বারা !

পরমার্থ।
১। অভীষ্টতম বস্তু। স্রেষ্ঠতম বস্তু।
২। সত্য।
৩। ধর্ম।

পরমার্থ চিন্তা।
১। ব্রহ্মধ্যান।
২। ধর্মচিন্তা।

পরমার্থ সিদ্ধি।
পরমার্থ ব্যাপারে সফলতা !

পরমার্থ ব্যাপারে সিদ্ধি লাভ করলে,  ওপরের তিন ধরণের দুঃখ থেকেও,  মুক্তি পাওয়া যেতে পারে !



* সূত্র : শ্রীপ্রভাতরঞ্জন সরকার, যিনি,  'প্রাউটের'  অর্থাৎ,  'প্রাউট দর্শনের',   'প্রবক্তা'। তিনি  'আনন্দমূর্তিজি' স্বয়ং !
'প্রাউট'।  'প্রগতিশীল উপযোগী তত্ত্ব' !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন