ধর্মাকাঙক্ষা
দুটি শব্দ। ধর্ম এবং আকাঙক্ষা। শব্দ দুটি একত্রিভূত করলে ধর্মাকাঙাক্ষা !
ধর্মাকাঙক্ষা কি বৈরাগ্য ?
বৈরাগ্য না হলে কি ধর্মাকাঙক্ষা নিরূপিত হয় না ?
ধর্মাকাঙক্ষা কি বিষয়নিবৃত্তি ?
সাংসারিক ব্যাপারে, ও, বিষয়জনিত আনন্দ লাভের ব্যাপারে, বিতৃষ্ণা, বি-ক্ষুধা ?
আর আধ্যাত্মিক ব্যাপারে অনুরাগ, শুধুই অনুরাগ !
এই অনুরাগ প্রেমিক-প্রেমিকার অনুরাগের মতন, দৃষ্টিকটূ বা দূষনীয় নয় !
আধ্যাত্মিক অনুরাগ শাস্ত্রবিধিসম্মত ! সর্বজনমান্য !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন