সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

শিঙা


শিঙা



শিঙা। কথ্যে শিঙে !
ফুঁ-দিয়ে বাজাবার যন্ত্র !
সূচনায় ছিল, পশুজাত, শিং-এর তৈরি !
এখন শিং-এর আকারবিশিষ্ট,  ধাতুপাতের দ্বারা নির্মিত, ফুঁ-বাদ্যযন্ত্রবিশেষ !
যুদ্ধের সময় শিঙা বাজানো হত ! বড় বড় শিঙা ! দারুণ কর্ণভেদী, মর্মভেদী তার আওয়াজ !
তাকে বলা হত রণশিঙা !

শিঙা।
'শৃঙ্গ'নির্মিত বাদ্যবিশেষ !
শৃঙ্গ। পশুর শিং।

শিঙা সম্বন্ধে উল্লেখ আছে

সিঙ্গা। গোরক্ষবিজয়। বঙ্গীয় সাহিত্য-পরিষৎ। ১৩২৪। পৃষ্ঠা ৭৪।
শিঙা। নবদ্বীপ-পরিক্রমা। বঙ্গীয় সাহিতভ-পরিষৎ। ১৩১৬। পৃষ্ঠা ৩২৯।
সিঙ্গা। শ্রীধর্মমঙ্গল। ঘনরাম। বঙ্গবাসী। পৃষ্ঠা ১৪৬।
শিঙ্গা। চৈতন্যচরিতামৃত। বঙ্গবাসী।  চৈতন্যাব্দ ৪৮১। পৃষ্ঠা ২৭।
শিঙ্গা। ভারতচন্দ্র-গ্রন্থাবলী। বঙ্গবাসী। ১৩০৯। পৃষ্ঠা ১১০, ১১৬।



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ'। পৃষ্ঠা ২০১৯।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন