''পদক্ষেপ' কলকাতার সেন্ট জেভিয়ার'স কলেজের, বঙ্গীয় সাহিত্য সমিতির ম্যাগাজিন।'
'Opinion'
পদক্ষেপ ২০১৫-১৬-তে
প্রকাশিত
কয়েকটি গল্পে
দেখলাম
স্বামী-স্ত্রীর সঙ্গে
বিবাদ।
বিসংবাদ !
মান।
আভিমান !
কিন্তু তাঁরা কেউ-ই
ছন্নছাড়া
সংসার ছাড়া
হতে রাজি নয় !
ওখানে সব সময়ই
compromise-এর
attitude !
বাস্তবজীবনের
প্রতিফলনেও
ঠিক তাই !
Compromise
and
have the same
companion !
আমার মনে হয়েছে
সেটাই
বঙ্গ সাহিত্য সমিতির
নবাগত কিছু
লিখিয়ে বন্ধুর
opinion !
আমার বক্তব্য
মন এবং শরীর
আমরা মনে করি
আমাদের মন বুঝি
আমাদের শরীরের
মধ্যে।
আমরা মনে করি
আমাদের মন বুঝি
আমাদের শরীরের
সাথে।
তা কিন্তু
সবসময়
ঠিক নয় !
মন আলাদা।
শরীর আলাদা !
অনেক সময় আমরা
মন এবং শরীর
একসাথে মনে করি
সংসারে সেইভাবে
মন ও শরীরকে
মেলে ধরি
যেন মন ও শরীর
পরস্পর পরস্পরের সঙ্গে
অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তবে মনের গতি
তুখর।
শরীরের গতি ধীর !
দুটি ভিন্ন গতির বস্তু
একসাথে বাঁধাছাঁদা করে
ছুটলে
হোঁচট খায় !
সংসারে তাই
সংসারে তাই
মাঝে মাঝে
এবং
বারে বারে দেখা যায় !
প্রণব কুমার কুণ্ডু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন