বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

দেখবে তোমার পূজার ফল তোমার শরীর-মনে বইবে


দেখবে  তোমার পূজার ফল  তোমার শরীর-মনে বইবে




তোমার খাওয়া
তোমার পায়খানা যাওয়া
তোমার পেচ্ছাব করা
এগুলো সব তোমার একান্ত।
সবগুলো তোমারি।
তুমি কি ঐসব কাজে
পুরুত নিয়োগ
করতে পার ?

তোমার পূজাও
তেমনি।
একান্তভাবে তোমার নিজের।
নিজেকেই
পূজাতে বসতে হবে।
মন্ত্রোচ্চারণও
নিজেকেই করতে হবে।
চাইলে ঘন্টাধ্বনি করো
শাঁখ বাজাও।‌
সব নিজে করো !
পুরুত ডেকে নয় !

পুরুত দিয়ে
কাজ হবে না !
পূজা তোমার নিজের।
নিজের স্নায়ুতন্ত্র
জাগিয়ে তোল।
হৃদয় ঢেলে
পূজা করো !
মন একাগ্রকরে
পূজা করো।
তোমার চৈতন্যশক্তি বাড়াও।
পুরুত ডেকো না !
সব নিজে নিজে করো।
দেখবে  তোমার পূজার ফল 
তোমার শরীর-মনে বইবে !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন