মন এবং শরীর
আমরা মনে করি
আমাদের মন বুঝি
আমাদের শরীরের
মধ্যে।
আমরা মনে করি
আমাদের মন বুঝি
আমাদের শরীরের
সাথে।
তা কিন্তু
সবসময়
ঠিক নয় !
মন আলাদা।
শরীর আলাদা !
অনেক সময় আমরা
মন এবং শরীর
একসাথে মনে করি
সংসারে সেইভাবে
মন ও শরীরকে
মেলে ধরি
যেন মন ও শরীর
পরস্পর পরস্পরের সঙ্গে
অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তবে মনের গতি
তুখর।
শরীরের গতি ধীর !
দুটি ভিন্ন গতির বস্তু
একসাথে বাঁধাছাঁদা করে
ছুটলে
হোঁচট খায় !
সংসারে তাই
সংসারে তাই
মাঝে মাঝে
এবং
বারে বারে দেখা যায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন