বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

নেতাজি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য


       নেতাজি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য


       ফেসবুকের পোস্টিং থেকে       শেয়ার করেছেন           প্রণব কুমার কুণ্ডু

নেতাজীর সঙ্গে ম্যাক আর্থার (মার্কিন সেনাপ্রধান) এর যোগাযোগ ছিল ।
কোরিয় যুদ্ধে নেতাজীকে হাতের মুঠোয় পেয়েও গুলি করেননি ।
হিরোসিমা ও নাগাসাকিতে
পরমাণু বোমা ফেলার অন্যতম প্রধান কারণও ছিল, পারলে, নেতাজিকেও খতম করে দেওয়া !  কিন্তূ আর্থার আগে থেকে তা জানিয়ে দিয়ে,  নেতাজিকে সরিয়ে দেওয়ার অপরাধে;  তাকে সামরিক আদালতের বিচারে মৃত্যু দণ্ড না দিয়ে, ক্যালিফোর্ণিয়ায় অন্তরীণ করে রাখা হয় ।

তবু ম্যাক আর্থারের বক্তব্য--- আগামী বিশ্বকে মুক্ত করার জন্য এই মহাপ্রাণকে বাঁচিয়ে,  আইনের দৃষ্টিতে তিনি অপরাধী হতে পারেন; কিন্তূ বিবেকের কাছে তিনি নিরপরাধ ।

----স্কটল্যাণ্ড ইয়ার্ড ও ব্রিটিশ ইয়ার্ড, C.S.D.I.C.-- Vol- 18, P- 8, Col- 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন