প্রসঙ্গ : পদক্ষেপ ২০১৫-১৬
'এবার আসি আমার লেখা প্রবন্ধ " লিম্যারিক্ " প্রসঙ্গে।'
প্রবন্ধটি প্রকাশিত হয়েছে ১২৫ পৃষ্ঠা থেকে ১৩৩ পৃষ্ঠার মধ্যে।
প্রবন্ধটি পাঠানো হয়েছিল ইনটারনেটের সদ্ভাবনায় ই-মেলের মাধ্যমে।
যেহেতু 'পাণ্ডুলিপি'টি টাইপ করা ফরম্যাটে ছিল তাই ভুল-ত্রুটির সম্ভাবনা একদমই ছিল না !
দেখা যাক প্রবন্ধটি ছাপাতে কী হয়েছে :-
পৃষ্ঠা ১২৫।
প্রথম লাইন। 'অসম্ভব' এর জায়গায় 'সম্ভবত' ছাপা হয়েছে। প্রথম লাইনেই ভুল !
১৬তম লাইনে 'তাত্ত্বিক' বানান 'তাত্বিক' লেখা হয়েছে। 'সাত্ত্বিক' বানান 'সাত্বিক' লেখা হয়েছে।
পৃষ্ঠা ১২৬।
প্রথম লাইনে 'লিম্যারিক্' বানান 'লিম্যারিক' ( হসন্ত চিহ্ন ছাড়া ) ছাপা হয়েছে। এই রকম বানান পুরো প্রবন্ধটির মধ্যে একজায়গায় ছাড়া অন্য সব জায়গায় ছাপা হয়েছে।
চতুর্থ লাইনে 'lim-er-ick' বাদ পড়েছে।
একাদশতম ( ১১ ) লাইনে 'উচ্চারণভঙ্গিতে' হয়ে গেছে 'উচ্চারণভহিগতে' !
১৫তম লাইনে 'ছন্দগঠিত' হয়ে গেছে 'দ্বন্দ্বগঠিত' !
১৭তম লাইনে 'পঙ্ক্তিতে' হয়ে গেছে 'পঙক্তিতে' ( হসন্ত চিহ্ন ) বাদ। এরকম আরও আছে।
এরকম ১৯তম লাইন-এও আছে।
২২তম লাইনে 'অন্ত্যমিল' 'অমিল' হয়েছে।
পৃষ্ঠা ১২৭।
বানান সঠিক নয়, 'পঙ্তি'। ও রকম, সাত জায়গায় আছে।
'পঞ্চম'-এর জায়গায়, 'পঞম' বানান লেখা হয়েছে।
'পঙ্ক্তি', বানানগুলো দেখতে হবে।
'পরম্পরা' হয়েছে 'পরম্পপা'।
'লিম্যারিক্' বানান দেখতে হবে।
'সিল্যাব্ল' বানানও।
'চতুর্থ' হয়েছে 'চর্তু'।
পৃষ্ঠা ১২৮।
'পঙ্ক্তি' বানান।
'লিম্যারিক্' বানান।
পৃষ্ঠা ১২৯।
'শতাব্দতে', 'শতাব্দীতে' হয়েছে। শতাব্দী -- অসংগত বানান।
বানান 'লিম্যারিক্'।
পৃষ্ঠা ১৩০।
'লিম্যারিক্' বানান।
'পথপ্রদর্শক' হয়েছে 'পথপ্রদর্শন'।
পৃষ্ঠা ১৩১।
'থেকে' হয়েছে, 'তেকে'।
লিম্যারিক্' বানান।
পৃষ্ঠা ১৩২।
'লিম্যারিক্' বানান।
পৃষ্ঠা ১৩৩।
'ব্যাপারটা' হয়েছে, 'ব্যাপাটা'।
''কে প্রথম 'লিম্যারিক' বানান লিখল'', হবে, 'কে প্রথম 'লিমেরিক বানান লিখল'।
শেষের লাইনটি হবে, 'তবে কোনোভাবেই লিম্যারিকের মূল ভাবের সাথে compromise করাও যাবে না।
মন্তব্য :-
প্রেস সম্ভবত টাইপ এবং/অথবা ছাপার কাজ ঠিক মতো করে নি।
ফলে প্রবন্ধটি ঠিকমতো বোধগম্য হবে না।
যাদের ওপর দায়িত্ব ছিল, তারা আরও দায়িত্ববান ্হলে, ভালো হত !
প্রণব কুমার কুণ্ডু
৩০/১১/২০১৮
প্রাক্তন ছাত্র
সেন্ট জেভিয়ার'স কলেজ
কলকাতা।
ঠিকানা :
২২৩ মিত্রপাড়া রোড
নৈহাটি
উত্তর ২৪ পরগনা
পশ্চিম বঙ্গ
পিন ৭৪৩১৬৫
মোবাইল ৯১২৩০০৭৭২৯
* সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ-এর জন্য পাঠানো হল, যাতে ভবিষ্যতে এধরণের ভুল-ত্রুটিগুলো এড়ানো যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন