সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

চাঁদ সূর্য ও জ্যোৎস্না


চাঁদ সূর্য ও জ্যোৎস্না


সূর্যের আলো
চাঁদে পড়ে।

চাঁদের ওপর
সূর্যের সেই আলোর
কিছুটা অংশ
বিক্ষিপ্ত হয়ে
ঠিকরে
পৃথিবীতে আসে।

আমরা
সেই আলোয়
চাঁদকে
দেখতে
পাই।

আকাশে
চাঁদ থাকলে
আমরা
রাতের বেলায়
জ্যোৎস্না পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন