প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
শম্ভবে গুরুবে নমঃ
ভগবান শিব সকলের গুরু হোন !
ভগবান শিবের শিষ্য হতে সহায়ক তিনটি সূত্র
* প্রথম সূত্র *
হে ভগবান শিব ! আপনি আমার গুরু। আমি আপনার শিষ্য।
* দ্বিতীয় সূত্র *
অপরের সঙ্গে ভগবান শিবগুরুর চর্চা করো সহজ সরল করে !
* তৃতীয় সূত্র *
শিষ্য তাঁর ভাবান্তরের জন্য নিজেরগুরু ভগবান শিবকে 'নমঃ শিবায়' বলে প্রণাম নিবেদন করবে !
* মন্তব্য *
ভগবান শিব আপনার গুরুদেব হলে ভগবান শিবের পত্নী ভগবতী দুর্গা এবং অন্যান্য পত্নী দশমহাবিদ্যার কালীমাতারা সকলেই আপনার গুরুপত্নী হবেন !
তখন আপনাকে আর কেই-বা পাবেন !
আর আপনি তখন কতকিছু্ই-না ঘটাবেন !
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন