সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯

'সুইসাইড ট্রি'








প্রণব কুমার কুণ্ডু


'সুইসাইড ট্রি'
শেয়ার করেছেন             প্রণব কুমার কুণ্ডু

1 বছর আগে


Pranab Kumar Kundu একটি পোস্ট শেয়ার করেছেন৷
Suraj Pal এতে ইতিহাসের বিভিন্ন তথ্য
লেখক : Jamil Sayed
কেরালার কোভালামে আরব সমুদ্রের তীরে এই গাছটিকে দেখেছিলাম। গাছটির নাম "সুইসাইড ট্রি" !!! কেরালার মানুষের কাছে এই গাছের নাম "ওথাল্লাম" আর বোটানিকাল নাম Cerbera odollam ।
অনেকে এই গাছটিকে "জংলি আম' নামে ডেকে থাকে। আমি যখন একজন কেরালা-বাসীকে এই গাছটিকে দেখিয়ে এর নাম জিজ্ঞেস করি, সে বলেছিল, "জাঙ্গল ম্যাঙ্গো" ! সে কিন্তু ঘুণাক্ষরেও বলেনি গাছটি কত ভয়ংকর।
ফলগুলো মারাত্মক বিষাক্ত। এই ফল খেয়ে আত্মহত্যা করে এখানকার মানুষেরা। যে কারণে ভারতে আত্মহত্যার হার এই কেরালা রাজ্যে সবচেয়ে বেশি।
কেরালার বিস্তীর্ণ সমুদ্রের তীরে এই গাছ বিপুল পরিমাণে জন্মায়। আমি যখন ছবিটা তুলি তখনও জানতাম না, কোন ভয়ংকর গাছের ছবি তুলছি আমি !
শুধু আত্মহত্যা নয়, অন্যকে খুনের অস্ত্র হিসেবেও এই ফলকে কাজে লাগানো হয়। খাবারে ফলের পেস্ট কিংবা গুঁড়ো মিশিয়ে অসৎ উদ্দেশ্য চরিতার্থ হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন