পদক্ষেপ ২০১৫-১৬।
প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু
পদক্ষেপ-এর প্রচ্ছদে দুটি প্রতীক রয়েছে।একটি কলেজের।
অন্যটি বঙ্গ সাহিত্য সমিতির।
ঐ দুটি প্রতীকের ব্যাখ্যা আমাকে দিতে পার ?
প্রচ্ছদের ছবিটা কিন্তু চমৎকার।
কাছ থেকে দেখলে তমন ভালো কিছু মনে হয় না !
তবে একটু দূর থেকে দেখলে প্রচ্ছদের অসাধারণ সৌন্দর্য ভেসে ওঠে !
সৌন্দর্যই আনন্দ।
সৌন্দর্যই আমাদের মনকে আনন্দ দিতে পারে !
আনন্দে ভরিয়ে তুলতে পারে।
পদক্ষপ-এর প্রথম পাতায় কলেজ অধ্যক্ষের প্রতিবেদনটি রয়েছে ।
কিন্তু ওখানেই ছাপার ভুল !
'জানায়' এর জায়গায় 'জানায' হয়েছে।
আমি মনে করি এই ভুলটা একটা মারাত্মক ভুল।
সেখানে তোমার সতর্ক দৃষ্টি থাকা উচিত ছিল।
পদক্ষেপ-এ একাধিক জায়গায় ছাপার ভুল রয়েছে।
ঐ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তরা কি সঠিক দৃষ্টি দেয় নি ?
আপাতত এইটুকুই জানালাম।
প্রণব কুমার কুণ্ডু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন