রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯

'শক'সংবাদ


'শক'সংবাদ


প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু



হরিবংসে,  ১৪শ অধ্যায়ে,   সগররাজ,   যে সব  পরাজিত ক্ষত্রিয়দের,   অর্ধমুণ্ডিত মস্তক করে,  ( মাথার চুল আধ-খেঁচড়া করে কেটে / ছেঁটে/ কামিয়ে,  কদমবিচি করে ) তাড়িয়ে দিয়েছিলেন,   তারা সব 'শক' ছিলেন !
সূত্র :শ্রীমদ্ভাগবত। বঙ্গবাসী। ১৩১৫। ৯ . ৮ . ৫-৬।

হরিবংশ।
হরির বা শ্রীকৈষ্ণের বংশ।
হরিবংশ, বর্ণনাত্মক মহাভারতের অংশ, পরিশিষ্ট। ব্যাসদেবকৃত পুরাণবিশেষ।
সূত্র : বঙ্গীয় শব্দকোষ, পৃষ্ঠা ২৩৩১।

সগররাজ।
সূর্যবংশীয় নৃপবিশেষ।
সূত্র : বঙ্গীয় শব্দকোষ। পৃষ্ঠা ২০৯৪।


প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন