'শক'সংবাদ ( দ্বিতীয় পর্যায় )
                                                                          প্রণব কুমার কুণ্ডু   
                                                                          প্রণব কুমার কুণ্ডু
'শক'সংবাদ ( দ্বিতীয় পর্যায় )
আধুনিক ঐতিহাসিকদের মতে, মধ্য এশিয়ার প্রাচীন নাম 'শাকদ্বীপ'।
'শক'-এরা শাকদ্বীপ-এর অধিবাসী এবং এককালে বিশেষ প্রতাপশালী ছিল !
কণিষ্ক, শালিবাহন প্রভৃতি শাকরাজেরা প্রসিদ্ধ।
সূত্র : বঙ্গীয় শব্দকোষ। পৃষ্ঠা ১৯৮০।
কণিষ্ক। রাজত্ব সম্ভবত ৯০-১০০ খ্রিস্টাব্দ পূর্ব।
কণিষ্ক একজন কুশান সম্রাট।
শালিবাহন।
প্রতিষ্ঠান নগর এঁর রাজধানী ছিল।
সূত্র : বঙ্গীয় শব্দকোষ। পৃষ্ঠা ২০১৩।
শালিবাহন রাজার মৃত্যুদিন থেকে, যে বৎসর শুরুর গণনা করা হয়, সেই বৎসরের নাম শকাব্দ বা শক।
শকাব্দ বঙ্গাব্দের ৫১৫ বৎসর পূর্বে এবং খ্রিস্টাব্দের ৭৮ বা ৭৯ বৎসর পরে প্রচলিত হয়।
সূত্র : বঙ্গীয় শব্দকোষ। পৃষ্ঠা ১৯৮০।
'শক'রা-ই হূণ জাতি !
সূত্র : সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র সংকলিত। পৃষ্ঠা ১১৬০।
                                                                      প্রণব কুমার কুণ্ডু
প্রণব কুমার কুণ্ডু


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন