শনিবার, ৩১ মার্চ, ২০১৮

দক্ষিণায়নে সূর্য দেবতা


দক্ষিণায়নে সূর্য দেবতা



শরীর অসুস্থ হলে, অনেক সময়, ঘুম বেড়ে যায় !

তামসিক প্রকৃতিরও লোক বেশি ঘুমোয় !

দেবতারা, সূর্যের দক্ষিণায়ন সময়, ছয় মাস, ঘুমিয়ে থাকেন !

তখন সূর্য দেবতা কিন্তু, জেগে থাকেন !


দক্ষিণায়ন।
উত্তর দিকের অয়নান্তরেখা
বা
কর্কটক্রান্তি রেখা থেকে
সূর্যের ক্রমশ
দক্ষিণে যাওয়া !

বা
সূর্যের উক্ত গমনকাল !

অর্থাৎ
একুশে জুন থেকে
বাইশে ডিসেম্বর পর্যন্ত সময় !

বা
সূর্যের উক্ত গমনপথ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন