সোমবার, ১৯ মার্চ, ২০১৮

স্বামী বিবেকানন্দ ৩


স্বামী বিবেকানন্দ ৩



বিভিন্ন বৈদান্তিক সম্প্রদায়গুলি, পরস্পর বিরোধী নয় !

সেগুলি পরস্পর সাপেক্ষ !

হতে পারে, একটি অন্যটির পরিণতি-স্বরূপ !
একটি অন্যটির সোপান-স্বরূপ !

এবং যার সর্বশেষ চরম লক্ষ্য ও পরিণতি অদ্বৈতে ! এবং অদ্বৈতবাদে !

অর্থাৎ, কেবল, 'তত্ত্বমসি'তে পরিণত ! ও পর্যবসিত !

তখন অদ্বৈতবাদের সেই সব দেখানোই ছিল, স্বামী বিবেকানন্দের, একমাত্র,  জীবনের ব্রত !



* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা'. পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ২২১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন