বুধবার, ৭ মার্চ, ২০১৮

বুদ্ধি ও ইচ্ছা


বুদ্ধি ও ইচ্ছা



ভারতীয় ন্যায়দর্শনের মতে,
বুদ্ধি ও ইচ্ছা
আত্মার গুণ !

শ্রুতি-মতে
বুদ্ধি-ইচ্ছা-সংকল্প প্রভৃতি
মনের রূপভেদ !

মানুষের জীবন
শুধু বুদ্ধির দ্বারা
নিয়ন্ত্রিত নয় !

তবে বুদ্ধি
নিশ্চিত ভাবে
পথ নির্দেশ করে !

মানুষের জীবন
নিয়ন্ত্রিত হয়
ইচ্ছাশক্তি

বা
will power-এর
দ্বারা !



* সূত্র : জ্যোতির্ময় নন্দ-এর লিখিত, জ্যোতির্ময় রচনাঞ্জলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন