বুধবার, ৭ মার্চ, ২০১৮

লালকেল্লা


লালকেল্লা



লালকেল্লা, এক সময়ে ছিল, বিদেশী শাসক,  বৃটিশদের, একটি গুরুত্বপূর্ণ সামরিক ক্যাম্প !

বর্তমানে, দিল্লিতে,  এটি একটি,  পর্যটন কেন্দ্র,  ও ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের, একটি শক্তিশালী নিদর্শন-প্রতীক !

ভারতের প্রধানমন্ত্রী, প্রতিবছর, ১৫ই আগষ্ট, স্বাধীনতা দিবসে, লালকেল্লার লাহোর-গেট সংলগ্ন স্থান থেকে, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন !

ইউনেস্কো, বিশ্ব-ঐতিহ্যবাহী স্থান হিসাবে, 'লালকেল্লা'কে, ২০০৭ খ্রিস্টাব্দে, স্বীকৃতি দেয় !

মোঘল সম্রাট, শাহজাহান কর্তৃক, লালকেল্লার নির্মাণ, ১৬৩৯ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে,  ১৬৪৮ খ্রিস্টাব্দে শেষ হয় !

একদা ব্রিটিশ ক্যান্টনমেন্ট, এই লালকেল্লাতেই, নেতাজির নেতৃত্বে ভারতের স্বাধীনতা প্রয়াসী,  আজাদহিন্দ ফৌজের, যুদ্ধবন্দিদের,  বিচার হয় !

লাহোর গেট, লালকেল্লার প্রধান দরজা !
ওখানেই, চট্টাচক বাজার !
এক সময়ে, লালকেল্লার  'দুর্গে', সম্রাটের পরিবারবর্গ বাস করতেন !        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন