বারুণী
শতভিষানক্ষত্র-যুক্ত চৈত্রমাসের কৃষ্ণত্রয়োদশী তিথি, ও তৎ-সংশ্লিষ্ট, পর্ববিশেষ।
ঐ দিনে, গঙ্গা স্নানে, শত সূর্যগ্রহণকালীন গঙ্গাস্নানের ফললাভ হয় !
দিনটি শনিবারে পড়লে, তা, মহাবারুণী নামে অভিহিত !
আর শুভযোগযুক্তা শনিবার হলে, মহা-মহাবারূণী হয় !
বারুণী।
বরুণের স্ত্রী বা কন্যা !
সমুদ্রমন্থনজাত সুরার অধিদেবতা !
( তৈত্তিরীয় আরণ্যক )।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন