নাভিসরোবর
পাতাল, বিরাট পুরুষের পদযুগল !
চরণের অগ্র ও পশ্চাৎভাগই রসাতল !
গুলফদ্বয় ( গোড়ালি দুটি ), মহাতল !
দুই জঙ্ঘা ( হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দেহাংশ, ঊরু, জাং ), তলাতল !
দুই জানু ( হাঁটু ), সুতল !
ঊরুদ্বয় ( কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত দেহাংশ ), বিতল আর অতল !
মহীতল, জঙ্ঘা !
নাভিসরোবর, আকাশ !
আমি দেখছি, ছোটবেলায়, যে আকাশে আমি ঘুড়ি ওড়াতাম, তা বিরাট পুরুষের নাভিসরোবর !
* শ্রীমদ্ভা.১৪৪।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন