প্রজা সৃষ্টিতে বাধা
মহাদেবের পত্নী সতী।
তিনি সর্বসময়ে এবং সর্বপ্রকারে, পতিসেবায়, নিরতা থাকতেন !
কিন্তু তিনি, গুণে ও স্বভাবে, না নিজের, না মহাদেবের অনুরূপ, অথবা, নিজের বা মহাদেবের সমকক্ষ, কোন পুত্র-কন্যা লাভ করেন নি !
তার কারণ হিসাবে, মনে করা হয়, সতীর পিতা দক্ষ, মহাদেবের কোনো অপরাধ না থাকলেও, মহাদেবের সঙ্গে, প্রতিকূল ব্যবহার করেছিলেন !
সেই কারণে, সতী, রোষবশত, যোগ অবলম্বন করে, তাঁর যৌবনেই, নিজ দেহ, ত্যাগ করেছিলেন !
ফলে, অন্তত, নিজের মেয়ের ক্ষেত্রে, প্রজাপতি দক্ষের নির্বুদ্ধিতায়, প্রজাপতির দক্ষের প্রজা-সৃষ্টিতে, বাধা সৃষ্টি হয়েছিল !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত-মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ৩৭৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন