কল্কি অবতারের কল্কে
ব্রাহ্মণ অবতারেরা !
আমরা
অব্রাহ্মণেরা
তোমাদের পায়ের নীচে !
ব্রাহ্মণ আর ব্রহ্ম
দুটি সাজুয্যপূর্ণ শব্দ !
অনেক সময়ই
একটির জায়গায়
অন্যটির ব্যবহার
তোমরা ব্রাহ্মণরা কর !
যখন যেমন সুবিধা !
যেটির যেখানে ব্যবহারে
ব্রাহ্মণেরা
হাতে কল্কে পায় !
ব্রহ্ম দান দেন না !
ব্রহ্মাও
দান দেন না !
ব্রাহ্মণরাও
কাওকে
দান দেন না !
এবারে ব্রাহ্মণেরা
কল্কি-অবতারের 'কল্কে'
হাতে পাবে !
তবে হাত ফস্কে
পায়ে পড়লে
কল্কের আগুনে
পা পুড়বে
তাতে অবিশ্যি
মুখ বাঁচবে
হনুমান হবে না !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন