শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

ভগবানের স্বরূপশক্তি


ভগবানের স্বরূপশক্তি



সন্ধিনী
সংবিৎ
এবং হ্লাদিনী ভেদে
স্বরূপশক্তির
তিনটি প্রকার ভেদ !

সন্ধিনীশক্তি
অস্তিত্ববাচক !

সংবিৎশক্তি
চৈতন্যবাচক !

হ্লাদিনীশক্তি
আনন্দবাচক !

যে শক্তির দ্বারা
অনাদি অনন্ত কাল ধরে
ভগবান বিরাজিত
তাই ভগবানের সন্ধিনীশক্তি !

যে শক্তির দ্বারা
ভগবান স্বয়ং
চৈতন্য বা জ্ঞানবাচক
তা ভগবানের সংবিৎশক্তি !
সংবিৎ।
চৈতন্য।
জ্ঞান।
Consciousness.
সংবিৎশক্তি।
বৈষ্ণবমতে, ভগবানের স্বরূপশক্তির মধ্যে, যে-শক্তির দ্বারা, ভগবান চৈতন্যময় !

যে শক্তির দ্বারা
ভগবান নিজে
আনন্দিত হন
এবং
যে শক্তি
ভক্তচিত্তে
আনন্দ দান  করে
তা ভগবানের
হ্লাদিনীশক্তি !



* সূত্র : ড. মৈত্রেয়ী চৌধুরী, 'প্রসঙ্গ শ্রীচৈতন্যদেব'।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন