গালগল্পে তুলসী
তুলসী শেষজন্মে হয়েছিলেন তুলসী গাছ !
সেই তুলসী, তাঁর ভবিষ্যৎ পরম্পরায়, এখনো, গাছ হিসাবে, বেঁচে-বর্তে, বহাল তবিয়তেই, গৃহিদের আঙ্গিনায়, গৃহিদের সঙ্গেই আছেন !
একসময়ে তুলসী ছিলেন, মহাপরাক্রমশালী অসুর, শঙ্খচূড়ের স্ত্রী !
দেবতাদের বরে, শঙ্খচূড়-অসুর ছিলেন অজেয় !
শিব ও বিষ্ণু, দুজনেই, ছলনার আশ্রয় নিয়ে, শঙ্খচূড়কে হত্যা করেন !
তাতে ক্ষুব্ধ তুলসীকে সন্টুষ্ট করতে, বিষ্ণু, তুলসীকে বর দেন !
তুলসী, অলীক বিষ্ণুপদে, অলীক স্থান, লাভ করেন !
কিন্তু শিবকে ক্ষমা করেন নি তুলসী !
তুলসী, শিবকে অভিশাপ দেন !
সেইজন্য, শিবপূজায় তুলসী-পত্র নিষিদ্ধ !
তবে তুলসী মঞ্জরিতে দোষ নেই !
মঞ্জরি তো পরকালের তুলসী গাছ !
রবিবারে
একাদশী তিথিতে
চন্দ্রগ্রহণের সময়ে রাত্রিকালে
সূর্যগ্রহণের সময়ে দিবাভাগে
তুলসীপত্র চয়ন নিষিদ্ধ !
তুলসীবৃক্ষে পা ঠেকাবেন না !
ওটি অন্যায় !
অসঙ্গত !
পাপ কাজ !
শিবের মতন
গণেশের পূজাতেও
তুলসী পাতার ব্যাবহার নিষিদ্ধ !
গণেশ তো
শিব-বাপের
বাপকা বেটা !
তবে, গণেশ, শিবের ঔরসজাত সন্তান নন !
গণেশ, পার্বতীর, গায়ের ময়লা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন