বুধবার, ৭ মার্চ, ২০১৮

ফড়িঙের গুহ্যদেশে তৃণের শক্ত কাঠি


ফড়িঙের গুহ্যদেশে তৃণের শক্ত কাঠি



জনৈক মাণ্ডব্যমুনি যখন বালক ছিলেন, তখন তিনি মজা করার জন্য, একদিন,  একটি ফড়িঙের গুহ্যদেশে, তৃণের শক্ত কাঠি, গুঁজে দিয়েছিলেন !

যতদূর দেখা গিয়েছিল, ব্যথা-বেদনায়,  ফড়িঙটা,  তরতরিয়ে শূন্যে উঠে গিয়েছিল !

সেই পাপের জন্য, মাণ্ডব্যমুনিকে, কেবল,  একদিন ও একরাত-এর জন্য, অদৃষ্টের ফেরে,  শূলে চড়িয়ে, শাস্তিভোগস্বরূপ,  কষ্টভোগ করতে হয়েছিল !

কিন্তু, দৈবক্রমে,  মুনি মহোদয়,  সমাধিস্থ থাকায়, শূলাঘাতের বেদনা, মুনিকে,  বিশেষ অনুভব করতে হয় নি !

তবে, পাপের শাস্তিভোগ, তপস্বী মাণ্ডব্যমুনিকেও, পেতে হয়েছিল !




* তথ্যসূত্র : জয়দয়াল গোয়েন্দকা কর্তৃক লিখিত,  'ভগবানের পাঁচটি নিবাসস্থল',  'বই'টির, পৃষ্ঠা সংখ্যাগুলি, ২৯ থেকে
৩২।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন