ঋষি
বৈখানস।
ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন !
ব্রাহ্মণদের মতন !
বালখিল্য।
ব্রহ্মার লোম থেকে উৎপন্ন !
মরিচিপ।
এঁরা সূর্যকিরণ পান করে, জীবনধারণ করেন
তবে সেই technique জানা যায় না, ওঁনারা সূর্যকিরণ, কী-ভাবে ধরেন !
সংপ্রক্ষাল।
এঁরা ভগবান বিষ্ণুর পাদপ্রক্ষালন-করা জল থেকে, উৎপন্ন !
অশ্মকুট্ট।
অপক্ককুট্টিতান্ন ভোজনে, জীবনধারণ করেন !
আকাশনিলয়।
এঁরা সর্বদা অনাবৃত স্থানে বাস করেন !
অনবকাশিক !
এক পায়ে দাঁড়িয়ে থাকেন !
কখনো পা বদলিয়ে, 'পা'-টিকে, বিশ্রাম দেন না !
দন্তলূখল।
সব কিছু আহার্যই, দাঁতে চিবিয়ে, ভক্ষণ করেন !
অশয্যা।
কখনও 'শোন' না, বা, নিদ্রাও, যান না !
সে ব্যাপারে, এঁনারা, অর্জুনকে, হারিয়ে দিতে পারেন !
পত্রাহার।
গাছের পত্র ভোজনে, জীবনধারণ করেন !
উন্মজ্জক।
এঁরা আকণ্ঠ জলে দাঁড়িয়ে, ভগবানের ধ্যান করেন !
গাত্রশয্যা।
এঁনারা ভুতলে শয়ন করেন !
বায়ুভক্ষ।
বায়ু ভক্ষণ করে জীবনধারণ করেন !
এঁদের দেহে নিশ্চয়, ক্লোরোফিল থাকে !
জলাহার।
কেবল জলপান করে জীবনধারণ করেন !
আদ্রপট্টবাস।
আদ্রবস্ত্রে অবস্থান করাই এঁদের নিয়ম !
স্থণ্ডিলশায়ী।
যজ্ঞভূমিতে শুয়ে রাত্রিযাপন করেন
ঊর্ধ্ববাস।
গিরিশিখরে অবস্থান করাই, এঁদের নিয়ম !
তপোনিষ্ঠ।
সকল সময়েই, এঁনারা, তপস্যা নিয়েই থাকেন !
পঞ্চ-তাপান্বিত।
এঁরা গ্রীষ্মকালেও, পঞ্চতাপের মধ্যে, তপস্যা করেন !
চারপাশে চারটি অগ্নিকুণ্ডের তাপ, এবং, ঊর্ধ্বদিকে সূর্যেরও তাপ, এই পাঁচটি অগ্নির তাপের মধ্যে, তপস্যাকারী ! কঠিন
তপস্যাকারী !
সজপ।
এঁরা, সবসময়ই, জপ করেন !
তাছাড়া, মহাভারতে,
বাণপ্রস্থ
ফলাহারী
মূলাহারী
প্রভৃতি ঋষিদের
দেখতে পাওয়া যায় !
* সূত্র : 'সরল বাঙ্গালা অভিধান', সুবলচন্দ্র মিত্র, পৃষ্ঠা ২৭৬।