রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

স্বল্প কালের জন্য, স্বামিজি জীবিত ছিলেন


স্বল্প কালের জন্য, স্বামিজি জীবিত ছিলেন




স্বামী বিবেকানন্দ











স্বল্প কালের জন্য, স্বামিজি জীবিত ছিলেন !
চল্লিশ বৎসর পূর্ণ হবার আগেই, স্বামিজির দেহত্যাগ হয়।
আমাদের বিচার-বুদ্ধির পরিপক্কতা, বয়স এবং অভিজ্ঞতা নির্ভর।
স্বামিজি মাত্র তিরিশ বছর বয়সে, ১৮৯৩ খ্রিস্টাব্দে, আমেরিকার শিকাগো শহরে, বিশ্ব ধর্ম-মহাসম্মেলনে উপস্থিত হয়েছিলেন !
চল্লিশ বৎসর পূর্ণ হবার আগেই, স্বামিজি দেহত্যাগ করেন।



সূত্র : বেণীশঙ্কর শর্মার 'স্বামী বিবেকানন্দের জীবনের এক বিস্মৃত অধ্যায়' থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন