সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বিচার


বিচার



প্রণব কুমার কুণ্ডু











বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে !

বিশ্ববাসীকে তাদের পাপপুণ্যের বিচার করার জন্য, ঈশ্বর তাঁর পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠান নি !
পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষেরা যাতে ভগবান যিশুর মাধ্যমে পরিত্রাণ পায় !

যে ভগবান যিশুকে বিশ্বাস করে, বিচারে তাকে শাস্তি পেতে হয় না !
যে ভগবান যিশুকে বিশ্বাস করে, বিচারে তাকে শাস্তি দেওয়াও হয় না !
যে ভগবান যিশুকে বিশ্বাস করে না, সে আগেই অপরাধী বলে চিহ্নিত হয়ে যায় !

পাজি কাজির বিচারে,  আর মহামান্য যিশুর বিচার-বিচারে,  তফাত আছে কি ?
নাকে সরষের তেল দেওয়ার বদলে দিয়ে ফেলুন ঘি !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৮৪, আয়াত ১৭-৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন