সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

চণ্ডী


চণ্ডী




প্রণব কুমার কুণ্ডু










ব্রহ্মের ভয়ংকরী শক্তিই চণ্ডী !
চণ্ডী অর্থ কোপময়ী !

রণচণ্ডী।
দানবদের সাথে উন্মত্তভাবে সংগ্রামকারিণী চণ্ডী !

শরণাগত ভক্তকে আসুরিক আঘাত থেকে রক্ষার জন্য, ব্রহ্ম যখন শক্তিতে-শক্তিতে, ভয়ংকরী মূর্তি নিজেই ধারণ করেন, তখন তিনি নিজেই 'চণ্ডী' !


চণ্ডী তখন, কেবল, ব্রহ্মতেই বন্দি !


আর ভক্ত যখন ব্রহ্মের শরণাগত হন না, তখন ব্রহ্ম কিছুই করেন না !


যোগসূত্র : মহানামব্রত ব্রহ্মচারীর, " চণ্ডী চিন্তা "।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন