রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

যিশুর কথা


যিশুর কথা



প্রণব কুমার কুণ্ডু









আমি এসেছি বিশ্বে আগুন জ্বালাতে !
তোমাদের কি মনে হয় আমি এসেছি বিশ্বকে শান্তি দিতে ?
শান্তি নয়।
এসেছি বিভেদ সৃষ্টি করতে !
এখন থেকে পাঁচ জনের একটা সংসার দু'ভাগ হয়ে যাবে !
তিন জন এক দিকে, দুজন আর এক দিকে।
কিংবা দু'জন এক দিকে, তিন জন আর এক দিকে !
বাবা যাবেন ছেলের বিরুদ্ধে। ছেলে যাবে বাবার উলটো মুখে !
মা যাবেন মেয়ের বিরুদ্ধে। মেয়ে যাবে মায়ের বিপরীত দিকে !
শাশুড়ি যাবেন পুত্রবধূর বিরুদ্ধে। পুত্রবধূ যাবে শাশুড়ির বিরুদ্ধে !



* সূত্র এবং সংযোজনা : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৪৭, আয়াত ৪৯-৫৩।


যিশু কি বিভেদ পন্থী নীতি নিতে চেয়েছিলেন ? ?






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন