বদরের যুদ্ধ
প্রণব কুমার কুণ্ডু
বদরের যুদ্ধ।
মূল যুদ্ধ, মদিনার মুসলিমদের সাথে, মক্কার কুরাইশদের মধ্যে যুদ্ধ !
যুদ্ধের তারিখ :--
১৭ মার্চ, ৬২৪ খ্রিস্টাব্দ !
মদিনার দক্ষিণে, বদর কূয়ায়, মুসলিমদের বিজয় !
যুযুধান পক্ষ :
মদিনার মুসলিম আর মক্কার কুরাইশ !
মহম্মদ নিজে সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন !
শক্তি :
মুসলিমদের
৩১৩ জন পদাতিক
২টি ঘোড়া
৭০টি উট !
শক্তি :
মক্কার কুরাইশদের
৯৫০ জন পদাতিক
১০০টি ঘোড়া
১৭০টি উট !
হতাহত ও ক্ষয়ক্ষতি :
মুসলমানদের মধ্যে
নিহত ১৪।
এরা সকলেই হলেন 'শহীদ' !
হতাহত ও ক্ষয়ক্ষতি :
মক্কার কুরাইশদের মধ্যে
নিহত ৭০
বন্দি ৭০।
বন্দিদের দুইজনকে কোতল করা হয় !
বাকিদের অর্থের বিনিময়ে, ছেড়ে দেওয়া হয় !
ফলাফল :
মুহাম্মদের মুসলিম দলের প্রথম যুদ্ধ বিজয় !
মুহাম্মদের মুসলিমদের প্রথম সফল সফল যুদ্ধ অভিযান !
ইসলামের প্রথম বিজয় !
* সূত্র : উইকিপিডিয়া, মুক্ত-বিশ্বকোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন