রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

‎মূল্যবান কথা : যেন ঈশ্বরের বারতা !






নির্বোধ হিন্দু এতে 💥ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ💥(সাপোর্টারস্)💥
 সফল করে ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি করে ভারত দখল করবে। ভারত মুসলিমরা যদি দখল করে তাহলে ভারত আর ভারত থাকবে?? তখন কিন্তু মুসলিমরা হিন্দুদের জোর করে ইসলাম কবুল করাবে যেমন অতীতে মুঘল সম্রাটরা জোর করে হিন্দুদের মুসলিম বানিয়ে ছিল ঠিক মুসলিমরা ভবিষ্যতে একই পন্থা অবলম্বন করবে। কারণ মুসলিমরা চাচ্ছে সমগ্র পৃথিবীতে ইসলাম কায়েম হোক। আজ আজ আফগানিস্তান হিন্দু শূন্য,পাকিস্তান হিন্দু শূন্য,বাংলাদেশ হিন্দু শূন্য হবার পথে। হিন্দুরা তো দিব্যজ্ঞান সম্পূর্ণ ও কাণ্ডজ্ঞানহীন,উদাসীন জাতি এই জন্য মুসলিমরা ও খ্রিস্টানরা হিন্দুদের দূর্বলতার সুযোগ নিচ্ছে ও লাভ জিহাদ করে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করছে। তাই হিন্দু ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যার যার অবস্থান থেকে আপনারা মুসলিম ও খ্রিস্টান ঘরওপাসি করে সনাতন ধর্ম ফিরিয়ে আনুন না হলে কিন্তু হিন্দুদের জন্য খুবই বিপদ অপেক্ষা করছে। এই সাথে আরো বলছি যে সমস্ত হিন্দু সংগঠন আছে তাদের শ্রম দিয়ে,অর্থ দিয়ে এদের সহযোগিতা করুন এবং ইস্কনের বিরুদ্ধে কিছু বলবেন না যে কাজ আমাদের করা উচিত ছিল সেটা আমাদের হয়ে তারা করে দিচ্ছে এবং সমস্ত পৃথিবীতে তারা সনাতন ধর্ম প্রচার করে চলেছে মুসলিম ও খ্রিস্টানদের সনাতন ধর্মে ফিরিয়ে আনছে ও ভবিষ্যত আরো আনবে। এদের শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য করুন,নিজে কপোট উদার সেজে এদের আত্মহত্যার পথ প্রশস্ত করবেন না একটু কাণ্ডজ্ঞান দেখান। পরিশেষে এই বলবো যে আপনার সন্তান কে বাল্যকাল থেকেই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিন যাতে করে কোন হিন্দু ধর্মান্তরিত না হয়।
..................জয় শ্রী রাম.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন