শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

যজ্ঞ তন্ত্র মন্ত্র উপাচার


যজ্ঞ তন্ত্র মন্ত্র উপাচার



প্রণব কুমার কুণ্ডু











ঈশ্বর ও মানুষের মধ্যে সম্বন্ধ স্থাপনের বৈদিক উপায় হচ্ছে যজ্ঞ !
যজ্ঞভাগ।
দেবতাদের প্রাপ্য।
যজ্ঞভাগ।
যজ্ঞহবির অংশ।
হবি।
নীবারধানের চাল।দুধ। ঘি।মধু।গুড়। সোমরস। দুর্গন্ধহীন মাংস।সৈন্ধব লবণ, ইত্যাদি ইত্যাদি।

পূজানুষ্ঠান তন্ত্রশাস্ত্রের নিজস্ব সম্পদ !
পূজায় দুইটি বস্তুর প্রাধান্য !
মন্ত্র ও উপচার !
উপচারের ফুল, গাছের জননেন্দ্রিয় !
ফুলের গন্ধ।
সেই জননেন্দ্রিয়ের গন্ধ !
ফুল যখন দেবতাকে উৎসর্গ করেন, সেই জননেন্দ্রিয়ের গন্ধ, আপনার হাতের আঙুলেও লেগে যায় !



সূত্র : মহানামব্রত ব্রহ্মচারীর, 'চণ্ডী চিন্তা'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন