যিশুর প্রথম বারো জন শিষ্যকে যিশুর নির্দেশ
প্রণব কুমার কুণ্ডু
যিশু তাঁর প্রথম বারো জন শিষ্যকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন।
যিশু তাঁদের শয়তানদের তাড়িয়ে দেওয়ার আর অসুখবিসুখ ( রোগবালাই ইত্যাদি ) সারানোর শক্তি দিলেন !
শয়তান। খ্রিস্টান পুরাণ অনুযায়ী ( এবং ইহুদি ও ইসলামি পুরাণেও ) ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ ! শয়তানেরা পাপাত্মা এবং অতিশয় দুর্বৃত্ত প্রকৃতির হয়ে থাকে ! শয়তান, আরবিতে শৈতান্।
আর অদূর ভবিষ্যতে, ঐশরাজ্যের আগমনের কথা ঘোষণা করতে নির্দেশ দিলেন।
যিশু তাঁর বারো জন শিষ্যদের বলেছিলেন, পাথেয় হিসাবে তোমরা সঙ্গে টাকাপয়সা কিছু নেবে না ! ঝুলি নয়। ঝোলা নয়।রুটি নয়। অর্থ নয়। এমন কি একটির বেশি জামাও নয়। তাহলে তো পরিধেয় নিম্নবস্ত্রও নয় ! তাদের খালি পায়েই চলতে হবে ! জুতোও নয় !
শহর ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত, যে বাড়িতে গিয়ে তাঁরা ঢুকবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত, সেই বাড়িতেই তারা থাকবে !
যেখানে তাঁদের কেউ অভ্যর্থনা জানাবে না, সেই শহর পরিত্যাগ করে যাওয়ার সময়, পায়ের সমস্ত ধুলোময়লা, ঐ শহরেই ঝেড়ে ফেলে রেখে যাবে !
শিষ্যেরা সেই অনুযায়ী বিভিন্ন দিকে বেরিয়ে পড়লেন।
গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে ঘুরে সুসমাচারের মঙ্গলবার্তা প্রচারের সাথে সাথে, সব জায়গায় অসুস্থদের সারাতে লাগলেন !
চারধারে হুলুস্থুলু পড়ে গেল !
* সূত্র : মথি ১০ : ৫-১৫ ; মার্ক ৬ : ৭-১৩ ; 'নবসন্ধি', পৃষ্ঠা ১৩৩-৩৪, ক্যাপশন, 'বারোজন শিষ্যকে চারপাশে পাঠিয়ে দিলেন যিশু'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন