যিহাদ
প্রণব কুমার কুণ্ডু
অপ্রাপ্ত বয়স্ক বালকদের ওপর জিহাদে যাওয়া ফরয নয় !
বালকেরা হলো দয়ার পাত্র।
দাস ও দাসীদের উপরও জিহাদ ফরয নয় !
অন্ধ প্রতিবন্ধী ও কর্তিত অংগ ব্যক্তির উপরও জিহাদ ফরয নয়। কেননা তারা অক্ষম !
কিন্তু শত্রুপক্ষ যদি কোন শহরে ঝাঁপিয়ে পড়ে, তখন ঐ সকল বিষয় নির্বিশেষে, সকলের ওপর জিহাদ ওয়াজিব হয়ে যায় !
স্ত্রীরা স্বামির অনুমতি ছাড়াই, এবং দাস-দাসীরা, দাসেয়রা, দাসেরকরা, মনিবের অনুমতি ছাড়াই, জিহাদে বের হয়ে পড়বে।
ফরযে, আইনের মোকাবিলায়, দাস-বন্ধন ও বিবাহ-বন্ধন, বিবেচিত হবে না !
তথ্য : সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন