যিশুখ্রিস্ট
প্রণব কুমার কুণ্ডু
যিশুখ্রিস্ট।
সংক্ষেপে যিশু !
ইসলামি মতে ঈশা !
হিব্রুতে যেশুয়া !
যিশু বা জিশুখ্রিস্ট, খ্রিস্টধর্মের প্রবর্তক !
খ্রিস্ট নামেও তিনি পরিচিত !
ইংরেজিতে জেসাস !
খ্রিস্ট হলেন, খ্রিস্টধর্মের মূল ব্যক্তিত্ব !
যিশু, পুরাতন নিয়মে বর্ণিত, মসিহ এবং ঈশ্বরপুত্র !
খ্রিস্টানধর্মের ঈশ্বরের কোন ঈশ্বরকন্যা নাই !
বাজাও ডুগডুগি কিংবা সানাই !
খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, যিশু, বাধ্য হয়ে, তাঁর নিজের বহে আনা ক্রুশে, মৃত্যুবরণ করেছিলেন, এবং তার তিনদিন পরে, পুনরুত্থানের মাধ্যমে, তিঁনি, জগতের মানুষের মুক্তি আনার চেষ্টা করেছিলেন !
খ্রিস্ট ধর্মেও মুক্তি !
প্রাচীন ভারতীয় সনাতন ধর্মের ভাবধারায় অনুপ্রাণিত বেদ, যেন, আমার যেমন মনে হয়, খ্রিস্টান ধর্মশাস্ত্রেও, অনুমোদিত হয়েছিল !
রোমান সাম্রাজের বিরুদ্ধে রাজদ্রোহের আপরাধে যিশুর বিচার, এবং জুডিয়ার প্রিফেক্ট পন্টিয়াস পিলাতের আদেশে, জেরুজালেম-এ, যিশুকে, ক্রুশবিদ্ধ করে, কষ্ট দিয়ে, মৃত্যুঘটানো হয় !
যিশু মরে গিয়ে, পুনঃ পুনঃ নির্যাতনের হাত থেকে, পুরোপুরি, রেহাই পান !
খ্রিস্টধর্মের হেডঅফিস, ইতালির রোমের ভ্যাটিক্যান সিটি, কিন্তু, আলাদা একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, যা আবার কিনা, রাষ্ট্রসঙ্ঘের অনুমোদিত !
কী বুঝছেন ? কী বুঝেছেন ?