বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

মুসলমানেরা হিন্দুদের কাফির বলত


মুসলমানেরা হিন্দুদের কাফির বলত





প্রণব কুমার কুণ্ডু










চোর-ডাকাতরা, খুনিরা, লুণ্ঠনবাজেরা, শয়তানেরা, ভারতে কেবল ঢুকেছিল, চুরি-ডাকাতি-হত্যা ইত্যাদি করতে, আর মন্দির ধ্বংস, হিন্দু সভ্যতা ধ্বংস, ইত্যাদি করতে !
তারা নিজেদের আল্লার রহমত মুসলিম বলে পরিচিতি দিত !
তারা আবার শিয়া, সুন্নি, মূলত দুই ভাগে বিভক্ত ছিল !
তারা হিন্দুদের কাফির বলত !

राजकोट:-1 पुष्पेंद्र कुलश्रेष्ठ

যিশু একজন জন্মান্ধ অন্ধ লোককে চক্ষুদান করেছিলেন


যিশু একজন জন্মান্ধ অন্ধ লোককে চক্ষুদান করেছিলেন



প্রণব কুমার কুণ্ডু










যিশু একজন জন্মান্ধ অন্ধ লোককে চক্ষুদান করেছিলেন !

যিশু কিছুটা মাটি থুতু দিয়ে ভিজিয়ে, ঢেলা পাকিয়ে, অন্ধ লোকটির দুই চোখে ঘষে ঘষে সেই মাটি ডলে দিলেন !

সিলোমের জলে চোখের মাটি ধুয়ে ফেলার পরে, সেই জন্মান্ধ লোকটি পরিষ্কার দেখতে পেল !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ২০১, পর্ব ৯, আয়াতগুলি ১-১২।


বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

খ্রিস্টানদের 'টেস্টামেন্ট' অনুযায়ী 'শয়তান'




খ্রিস্টানদের 'টেস্টামেন্ট' অনুযায়ী 'শয়তান'















শয়তানেরও সন্তান ছিল !
শয়তান নরঘাতী !
কোন দিনই শয়তান সত্যের সাথে হাত মেলায় নি !
কারণ সত্য বলে কিছু শয়তানের ভেতরে নেই !
শয়তান মিথ্যাবাদী !
শয়তান সমস্ত মিথ্যার জনক !*

তফাতটা বুঝুন !
যেমন আমাদের জাতির জনক
আর মিথিলার জনকপুরীর জনক !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ২০০, আয়াত ৪৪।




যৌন অপরাধ এবং মোসি ও যিশু


যৌন অপরাধ এবং মোসি ও যিশু




প্রণব কুমার কুণ্ডু











যৌন অপরাধ করার সময়, মেয়েটা ধরা পড়েছে !
মোসি তাঁর বিধানে, ঐ জাতীয় মেয়েকে, পাথর ছুঁড়ে মেরে ফেলতে নির্দেশ দিয়েছেন !

যিশু কিন্তু ঐ রকম মেয়েকে কোন শাস্তির সুপারিশ দেন না !
বরং ক্ষমা করে দেন !
মেয়েটাকে আজীবন শান্তিতে থাকতে দেন !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৯৭-৯৮।

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

ত্বকছেদন


ত্বকছেদন




প্রণব কুমার কুণ্ডু











ইহুদি হওয়ার জন্য, মোসি, ইহুদি পুরুষদের লিঙ্গমুণ্ডের ত্বকছেদনের বিধান দিয়েছিলেন !
তবে সত্যি কথা বলতে কি, এই বিধানটি আসলে মোসি দেন নি ! দিয়েছিলেন, ইহুদিদের পূর্বপুরুষেরা !
এক সময়ে, ইহুদিরা, কেবল বিশ্রামবারেই সেই ত্বকছেদন করত !
পরবর্তীতে অনুষ্ঠান-প্রক্রিয়াটি, খ্রিস্টানদের মধ্যে, এবং গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সাথে, মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়ে !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৯৬, আয়াত ২২।

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বিচার


বিচার



প্রণব কুমার কুণ্ডু











বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে !

বিশ্ববাসীকে তাদের পাপপুণ্যের বিচার করার জন্য, ঈশ্বর তাঁর পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠান নি !
পাঠিয়েছেন এই পৃথিবীর মানুষেরা যাতে ভগবান যিশুর মাধ্যমে পরিত্রাণ পায় !

যে ভগবান যিশুকে বিশ্বাস করে, বিচারে তাকে শাস্তি পেতে হয় না !
যে ভগবান যিশুকে বিশ্বাস করে, বিচারে তাকে শাস্তি দেওয়াও হয় না !
যে ভগবান যিশুকে বিশ্বাস করে না, সে আগেই অপরাধী বলে চিহ্নিত হয়ে যায় !

পাজি কাজির বিচারে,  আর মহামান্য যিশুর বিচার-বিচারে,  তফাত আছে কি ?
নাকে সরষের তেল দেওয়ার বদলে দিয়ে ফেলুন ঘি !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৮৪, আয়াত ১৭-৮।

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

যিশু অনেককে দীক্ষা দিয়েছিলেন


যিশু অনেককে দীক্ষা দিয়েছিলেন














প্রণব কুমার কুণ্ডু


যিশু অনেককে দীক্ষা দিয়েছিলেন !

জলদীক্ষা !
আত্মাদীক্ষা !

যিশু কি দীক্ষার জন্য 'ভিক্ষা' নিতেন ?
কলাডা বেগুনটা মূলোডা নিতেন ?
নতুন পোষাক নিতেন ?
হাতের সোনার আংটি নিতেন ?
পায়ের খড়ম কিংবা চপ্পল নিতেন ?
এক জোড়া পৈতে নিতেন ?

যিশু কি কানে মন্ত্র দিতেন ?

‎মূল্যবান কথা : যেন ঈশ্বরের বারতা !






নির্বোধ হিন্দু এতে 💥ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘ💥(সাপোর্টারস্)💥
 সফল করে ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি করে ভারত দখল করবে। ভারত মুসলিমরা যদি দখল করে তাহলে ভারত আর ভারত থাকবে?? তখন কিন্তু মুসলিমরা হিন্দুদের জোর করে ইসলাম কবুল করাবে যেমন অতীতে মুঘল সম্রাটরা জোর করে হিন্দুদের মুসলিম বানিয়ে ছিল ঠিক মুসলিমরা ভবিষ্যতে একই পন্থা অবলম্বন করবে। কারণ মুসলিমরা চাচ্ছে সমগ্র পৃথিবীতে ইসলাম কায়েম হোক। আজ আজ আফগানিস্তান হিন্দু শূন্য,পাকিস্তান হিন্দু শূন্য,বাংলাদেশ হিন্দু শূন্য হবার পথে। হিন্দুরা তো দিব্যজ্ঞান সম্পূর্ণ ও কাণ্ডজ্ঞানহীন,উদাসীন জাতি এই জন্য মুসলিমরা ও খ্রিস্টানরা হিন্দুদের দূর্বলতার সুযোগ নিচ্ছে ও লাভ জিহাদ করে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করছে। তাই হিন্দু ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যার যার অবস্থান থেকে আপনারা মুসলিম ও খ্রিস্টান ঘরওপাসি করে সনাতন ধর্ম ফিরিয়ে আনুন না হলে কিন্তু হিন্দুদের জন্য খুবই বিপদ অপেক্ষা করছে। এই সাথে আরো বলছি যে সমস্ত হিন্দু সংগঠন আছে তাদের শ্রম দিয়ে,অর্থ দিয়ে এদের সহযোগিতা করুন এবং ইস্কনের বিরুদ্ধে কিছু বলবেন না যে কাজ আমাদের করা উচিত ছিল সেটা আমাদের হয়ে তারা করে দিচ্ছে এবং সমস্ত পৃথিবীতে তারা সনাতন ধর্ম প্রচার করে চলেছে মুসলিম ও খ্রিস্টানদের সনাতন ধর্মে ফিরিয়ে আনছে ও ভবিষ্যত আরো আনবে। এদের শ্রম দিয়ে অর্থ দিয়ে সাহায্য করুন,নিজে কপোট উদার সেজে এদের আত্মহত্যার পথ প্রশস্ত করবেন না একটু কাণ্ডজ্ঞান দেখান। পরিশেষে এই বলবো যে আপনার সন্তান কে বাল্যকাল থেকেই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিন যাতে করে কোন হিন্দু ধর্মান্তরিত না হয়।
..................জয় শ্রী রাম.........

যিশুর প্রথম বারো জন শিষ্যকে যিশুর নির্দেশ


যিশুর প্রথম বারো জন শিষ্যকে যিশুর নির্দেশ




প্রণব কুমার কুণ্ডু











যিশু তাঁর প্রথম বারো জন শিষ্যকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিলেন।

যিশু তাঁদের শয়তানদের তাড়িয়ে দেওয়ার আর অসুখবিসুখ ( রোগবালাই ইত্যাদি ) সারানোর শক্তি দিলেন !

শয়তান। খ্রিস্টান পুরাণ অনুযায়ী ( এবং ইহুদি ও ইসলামি পুরাণেও ) ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ ! শয়তানেরা পাপাত্মা এবং অতিশয় দুর্বৃত্ত প্রকৃতির হয়ে থাকে ! শয়তান, আরবিতে শৈতান্।

আর অদূর ভবিষ্যতে, ঐশরাজ্যের আগমনের কথা ঘোষণা করতে নির্দেশ দিলেন।

যিশু তাঁর বারো জন শিষ্যদের বলেছিলেন, পাথেয় হিসাবে তোমরা সঙ্গে টাকাপয়সা কিছু নেবে না ! ঝুলি নয়। ঝোলা নয়।রুটি নয়। অর্থ নয়। এমন কি একটির বেশি জামাও নয়। তাহলে তো পরিধেয় নিম্নবস্ত্রও নয় ! তাদের খালি পায়েই চলতে হবে ! জুতোও নয় !

শহর ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত, যে বাড়িতে গিয়ে তাঁরা ঢুকবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত, সেই বাড়িতেই তারা থাকবে !

যেখানে তাঁদের কেউ অভ্যর্থনা জানাবে না, সেই শহর পরিত্যাগ করে যাওয়ার সময়, পায়ের সমস্ত ধুলোময়লা, ঐ শহরেই ঝেড়ে ফেলে রেখে যাবে !

শিষ্যেরা সেই অনুযায়ী বিভিন্ন দিকে বেরিয়ে পড়লেন।
গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে ঘুরে সুসমাচারের মঙ্গলবার্তা প্রচারের সাথে সাথে, সব জায়গায় অসুস্থদের সারাতে লাগলেন !
চারধারে হুলুস্থুলু পড়ে গেল !

* সূত্র : মথি ১০ : ৫-১৫ ; মার্ক ৬ : ৭-১৩ ; 'নবসন্ধি', পৃষ্ঠা ১৩৩-৩৪, ক্যাপশন, 'বারোজন শিষ্যকে চারপাশে পাঠিয়ে দিলেন যিশু'।

যিশুর কথা


যিশুর কথা



প্রণব কুমার কুণ্ডু









আমি এসেছি বিশ্বে আগুন জ্বালাতে !
তোমাদের কি মনে হয় আমি এসেছি বিশ্বকে শান্তি দিতে ?
শান্তি নয়।
এসেছি বিভেদ সৃষ্টি করতে !
এখন থেকে পাঁচ জনের একটা সংসার দু'ভাগ হয়ে যাবে !
তিন জন এক দিকে, দুজন আর এক দিকে।
কিংবা দু'জন এক দিকে, তিন জন আর এক দিকে !
বাবা যাবেন ছেলের বিরুদ্ধে। ছেলে যাবে বাবার উলটো মুখে !
মা যাবেন মেয়ের বিরুদ্ধে। মেয়ে যাবে মায়ের বিপরীত দিকে !
শাশুড়ি যাবেন পুত্রবধূর বিরুদ্ধে। পুত্রবধূ যাবে শাশুড়ির বিরুদ্ধে !



* সূত্র এবং সংযোজনা : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৪৭, আয়াত ৪৯-৫৩।


যিশু কি বিভেদ পন্থী নীতি নিতে চেয়েছিলেন ? ?






শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

কেউ যদি বলেন ......


কেউ যদি বলেন ......





প্রণব কুমার কুণ্ডু










কেউ যদি বলেন
এবং মনে করেন
'আমি তিন মাসে এক হাজার বই পড়েছি'
তবে তিনি সম্ভবত
তিন মাসে
কেবল মাত্র
এক হাজার বই-এর
মলাট উলটেছেন !

যিশু ( তিন )


যিশু ( তিন )





প্রণব কুমার কুণ্ডু









যিশু সব মানুষকেই চিনতেন !
কোন্ কোন্ মানুষের মনে কী কী আছে তাও তিনি জানতেন !

তা হলে কি যিশু ক্রুশবিদ্ধ হতেও চাইতেন ?



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৮৩, আয়াত ২৫।

যিশু মাস্তান ছিলেন ?


যিশু মাস্তান ছিলেন ?
তিনি কি মাস্তানি করেছিলেন ?

দেখুন :
মথি  ২১ ঃ ১২-১৩ ;
মার্ক  ১১ ঃ ১৫-১৭ ;
লুক  ১৯ : ৪৫-৪৬ ;

যোহন  ২ : ১৫-১৬ ;

সূত্র : 'নবসন্ধি' পৃষ্ঠা ১৮৩।

নবসন্ধি

মুক্তিদাতা প্রভু যিশুখ্রিস্টের
নবসন্ধি !

বাইবেল !

দি নিউ টেস্টামেন্ট !

ইন্ডিয়া বাইবেল লিটারেচার
পোস্ট ব্যাগ ৪৫৯, মাদ্রাজ ৬০০০০৬।

প্রয়োজনে যোগাযোগ :-
নিউ লাইফ সেন্টার
গ্রাম-- কাদিহাটি
পোঁ-- গাঁতি, ভায়া গঙ্গানগর
২৪ পরগনা।

প্রকাশক :
খ্রাইস্টস্ ডিসাইপ্‌লস্ মিডিয়া
পোস্ট বক্স ১৬০১৯
কলকাতা ৭০০ও১৭।




প্রণব কুমার কুণ্ডু

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

সুসমাচার


সুসমাচার




প্রণব কুমার কুণ্ডু










যোহন লিখিত সুসমাচারে কিছুটা আধ্যাত্মিক তত্ত্ব পাবেন !
অন্যান্য সুসমাচারগুলো, মূলত বর্ণনামূলক !
সুসমাচারগুলো, সাধারণ ভাবে, খ্রিস্টধর্মের কপালের তিলক !!

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

মেষ মেষপালক এবং মেষের খোঁয়াড়


মেষ   মেষপালক  এবং মেষের খোঁয়াড়




প্রণব কুমার কুণ্ডু










মেষের খোঁয়াড়ে যে গেট দিয়ে সোজাপথে না ঢুকে, বেড়া ডিঙিয়ে চুপিসারে ঢোকে, সে চোর !

কিন্তু যে লোকটি সোজা পথে গেট দিয়ে খোঁয়ারের ভেতরে দ্রুত পায়ে প্রবেশ করে, সে-ই মেষপালক !

মেষগুলি মেষপালককে দেখলে, এবং তার গলার স্বর শুনলে,  খুশি হয়ে লাফালাফি শুরু করে !

মেষপালক মেষগুলিকে নাম ধরে ডাকলে, মেষগুলি সাড়া দেয় !

মেষপালক মেষগুলিকে খোঁয়াড়ের বাইরে নিয়ে আসে। তারপর চরাতে চারণক্ষেত্রে নিয়ে যায় !

মেষপালক আগে আগে চলে, তাকে অনুসরণ করে মেষের দল !

অপরিচিত কাউকেই মেষের দল অনুসরণ করে না !

মেষপালক-এর গলার স্বরও মেষগুলি ভালো করে চেনে !

অপরিচিত কারোর স্বর না চেনার জন্য, মেষগুলি তার কাছ থেকে দৌড়ে পালিয়ে যায় !

নবসন্ধি


নবসন্ধি



মুক্তিদাতা প্রভু যিশুখ্রিস্টের
নবসন্ধি !

বাইবেল !

দি নিউ টেস্টামেন্ট !

ইন্ডিয়া বাইবেল লিটারেচার
পোস্ট ব্যাগ ৪৫৯, মাদ্রাজ ৬০০০০৬।

প্রয়োজনে যোগাযোগ :-
নিউ লাইফ সেন্টার
গ্রাম-- কাদিহাটি
পোঁ-- গাঁতি, ভায়া গঙ্গানগর
২৪ পরগনা।

প্রকাশক :
খ্রাইস্টস্ ডিসাইপ্‌লস্ মিডিয়া
পোস্ট বক্স ১৬০১৯
কলকাতা ৭০০ও১৭।




প্রণব কুমার কুণ্ডু

যিশু শিক্ষা দিলেন প্রার্থনায় কী বলতে হয়


যিশু শিক্ষা দিলেন প্রার্থনায় কী বলতে হয়




পিতা,
তোমার নাম পবিত্র হোক !
তোমার স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা হোক !
আমাদের প্রতিদিনের অন্ন দাও !
আমাদের সমস্তপাপ ক্ষমা করো !
কারণ আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককেই আমরা ক্ষমা করে দিয়েছি !
প্রলোভনের সামনে আর আমাদের দাঁড় করিয়ো না !
আমাদের আর পরীক্ষায় এনো না !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১৪০-১৪১।



প্রণব কুমার কুণ্ডু                                                               

সত্তর বছরের জন্মদিনের মুহূর্তে



সত্তর বছরের জন্মদিনের মুহূর্তে

আমার 70 বছরের জন্মদিন পালন ।

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

যিশুর কর্মকাণ্ড


যিশুর কর্মকাণ্ড




যিশু নানান লোকের নানান অসুখ সারিয়ে তুলিয়েছিলেন !
বিতাড়িত করেছিলেন, অনেকের মন্দ আত্মাদের !
অনেক দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন !
যিশুর কৃপায় খোঁড়ারা হাঁটতে পেরেছিল ! 
বধিররা শুনতে পেরেছিল !
মৃতেরা পুনরুত্থিত হয়েছিল !
যিশু মানুষের সব পাপ ক্ষমা করেছিলেন !
মানুষদের অপদেবতাদের হাত থেকে মুক্ত করেছিলেন !
যিশু কাউকে মুক্ত করেছিলেন রোগ থেকে ! কাউকে মুক্ত করেছিলেন রোগের যন্ত্রণা থেকে !
যিশু মেরি ম্যাগদালিনের দেহ থেকে, সাতটি অপদেবতাকেও দূর করেছিলেন !



* সূত্র : 'নবসন্ধি', পৃষ্ঠা ১২৮-২৯-৩০।


               
প্রণব কুমার কুণ্ডু

বদরের নামে তৃতীয় যুদ্ধ


বদরের নামে তৃতীয় যুদ্ধ




প্রণব কুমার কুণ্ডু










বদরের নামে তৃতীয় যুদ্ধ হয়েছিল, ইরাকের বিরুদ্ধে ইরানের, ১৯৮০-এর দশকে, "অপারেশন বদর" নামে !
প্রসঙ্গত উল্লেখযোগ্য,  ইরাক এবং ইরান, দুটোই মুসলিম দেশ !

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

বদরের নামে দ্বিতীয় যুদ্ধ


বদরের নামে দ্বিতীয় যুদ্ধ






প্রণব কুমার কুণ্ডু
                   











বদরের যুদ্ধ।
বদরের মূল যুদ্ধ, মদিনার মুসলিমদের সাথে, মক্কার কুরাইশদের মধ্যে যুদ্ধ !

যুদ্ধের তারিখ :--
১৭ মার্চ, ৬২৪ খ্রিস্টাব্দ !

মদিনার দক্ষিণে, বদর কূয়ায়, মুসলিমদের বিজয় !

যুযুধান পক্ষ :
মদিনার মুসলিম আর মক্কার কুরাইশ !

মহম্মদ নিজে সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন !

                         

 বদরের নামে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল,  ১৯৭৩ সালে, ইসরাইল-এর বিরূদ্ধে, মিশরের আক্রমণের নামে ! নাম ছিল, "অপারেশন বদর" !
মিশর ডাহা পরাজিত হয় !
মিশরের কিছু পরিমাণ জমি, ইসরাইল জিতে নেয় !




প্রণব কুমার কুণ্ডু

রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

খ্রিস্ট


খ্রিস্ট




প্রণব কুমার কুণ্ডু




খ্রিস্ট !
গ্রিক উপাধি !

মসিহ !
হিব্রু উপাধি !

যিশু !
খ্রিস্ট এবং মসিহ দুই-ই !

যিশু ( দুই )


যিশু ( দুই )





প্রণব কুমার কুণ্ডু




যিশু ছিলেন একজন ইহুদি !
যিশু ছিলেন
একজন শিক্ষক !
একজন চিকিৎসক !
তাঁরও একজন দীক্ষাদাতা
ছিলেন
তিনি জন !

এই যে দেখছি
খ্রিস্টধর্মের
দীক্ষা দানের ভাবধারা
ভারতীয় সনাতন ধর্মের
অববাহিকায় অনুপ্রাণিত !
বন্দিত খ্রিস্টধর্ম !
বন্দিত !

नवसारी,गुजरात:-पुष्पेंद्र कुलश्रेष्ठ

89107 41574


89107 41574



এখন থেকে ২৪ ঘন্টাই, আমার সাথে যোগাযোগ করা যাবে, ওপরের ঐ মোবাইল ফোন নাম্বারে !














প্রণব কুমার কুণ্ডু
২২৩ মিত্রপাড়া রোড
নৈহাটি
উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ
ভারত।
পিন ৭৪৩১৬৫
২০/১০/২০১৯

যিশুখ্রিস্ট


যিশুখ্রিস্ট




প্রণব কুমার কুণ্ডু











যিশুখ্রিস্ট।
সংক্ষেপে যিশু !
ইসলামি মতে ঈশা !
হিব্রুতে যেশুয়া !

যিশু বা জিশুখ্রিস্ট, খ্রিস্টধর্মের প্রবর্তক !
খ্রিস্ট নামেও তিনি পরিচিত !
ইংরেজিতে জেসাস !
খ্রিস্ট হলেন, খ্রিস্টধর্মের মূল ব্যক্তিত্ব !

যিশু, পুরাতন নিয়মে বর্ণিত, মসিহ এবং ঈশ্বরপুত্র !
খ্রিস্টানধর্মের ঈশ্বরের কোন ঈশ্বরকন্যা নাই !
বাজাও ডুগডুগি কিংবা সানাই !

খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, যিশু, বাধ্য হয়ে,  তাঁর নিজের বহে আনা ক্রুশে, মৃত্যুবরণ করেছিলেন,  এবং তার তিনদিন পরে, পুনরুত্থানের মাধ্যমে, তিঁনি, জগতের মানুষের মুক্তি আনার চেষ্টা করেছিলেন !

খ্রিস্ট ধর্মেও মুক্তি !
প্রাচীন ভারতীয় সনাতন ধর্মের ভাবধারায় অনুপ্রাণিত বেদ,  যেন, আমার যেমন মনে হয়,  খ্রিস্টান ধর্মশাস্ত্রেও, অনুমোদিত হয়েছিল !

রোমান সাম্রাজের বিরুদ্ধে রাজদ্রোহের আপরাধে যিশুর বিচার, এবং জুডিয়ার প্রিফেক্ট পন্টিয়াস পিলাতের আদেশে, জেরুজালেম-এ, যিশুকে, ক্রুশবিদ্ধ করে, কষ্ট দিয়ে,  মৃত্যুঘটানো হয় !

যিশু মরে গিয়ে, পুনঃ পুনঃ নির্যাতনের হাত থেকে, পুরোপুরি,  রেহাই পান !

খ্রিস্টধর্মের হেডঅফিস, ইতালির রোমের ভ্যাটিক্যান সিটি, কিন্তু, আলাদা একটি স্বয়ংসম্পূর্ণ  রাষ্ট্র, যা আবার কিনা, রাষ্ট্রসঙ্ঘের অনুমোদিত !

কী বুঝছেন ? কী বুঝেছেন ?

শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

বদরের যুদ্ধ


বদরের যুদ্ধ




প্রণব কুমার কুণ্ডু











বদরের যুদ্ধ।
মূল যুদ্ধ, মদিনার মুসলিমদের সাথে, মক্কার কুরাইশদের মধ্যে যুদ্ধ !

যুদ্ধের তারিখ :--
১৭ মার্চ, ৬২৪ খ্রিস্টাব্দ !

মদিনার দক্ষিণে, বদর কূয়ায়, মুসলিমদের বিজয় !

যুযুধান পক্ষ :
মদিনার মুসলিম আর মক্কার কুরাইশ !

মহম্মদ নিজে সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন !

শক্তি :

মুসলিমদের
৩১৩ জন পদাতিক
২টি ঘোড়া
৭০টি উট !

শক্তি :

মক্কার কুরাইশদের
৯৫০ জন পদাতিক
১০০টি ঘোড়া
১৭০টি উট !

হতাহত ও ক্ষয়ক্ষতি :

মুসলমানদের মধ্যে
নিহত ১৪।
এরা সকলেই হলেন 'শহীদ' !


হতাহত ও ক্ষয়ক্ষতি :
মক্কার কুরাইশদের মধ্যে
নিহত ৭০
বন্দি ৭০।
বন্দিদের দুইজনকে কোতল করা হয় !
বাকিদের অর্থের বিনিময়ে, ছেড়ে দেওয়া হয় !

ফলাফল :
মুহাম্মদের মুসলিম দলের প্রথম যুদ্ধ বিজয় !

মুহাম্মদের মুসলিমদের প্রথম সফল সফল যুদ্ধ অভিযান !

ইসলামের প্রথম বিজয় !




* সূত্র : উইকিপিডিয়া, মুক্ত-বিশ্বকোষ।


দারিদ্র্য


দারিদ্র্য



প্রণব কুমর কুণ্ডু











দারিদ্র্য কখনও শুধুমাত্র দারিদ্র্য অভিমুখী নয় !
দারিদ্র্য একটি বহুমুখী বিভৎস উল্লাস !
সেই দারিদ্র্যের গল্প নয়কো অল্প !
দারিদ্র্যে রয়েছে অর্থনৈতিক দারিদ্র্য !
দারিদ্র্যে রয়েছে মানসিক দারিদ্র্য !
দারিদ্র্যে রয়েছে মানুষের অবস্থানগত হাজারো দারিদ্র্য !
আর নিশ্চয় এবং নিশ্চিতভাবে রয়েছে নোবেল না-জয়ের দারিদ্র্য !
প্রেমে ব্যর্থতার দারিদ্র্য !
সন্তান হারানোর দারিদ্র্য !
আর রয়েছে বাঙালিনি বউ হারানোরও দারিদ্র্য !

বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

টের‍্যার্ টেরোরিজম‌্


টের‍্যার্  টেরোরিজম্




প্রণব কুমার কুণ্ডু











টের‍্যার্ !  টেরোরিজম !


টের‍্যার্ !
এক্সট্রিম ফিয়ার !
যৎপরোনাস্তি আতঙ্ক !
সন্ত্রাস !
এ্যে ড্রেডফুল অবজেক্ট !
ভয়ঙ্কর ব্যক্তি !
ভয়ঙ্কর প্রাণী !
বা ভয়ঙ্কর বস্তু !

টেরোরিজম্ !
সঙ্ঘবদ্ধভাবে
ভয় দেখিয়ে
বশ মানানোর
নীতি !
অন্যভাবে বলতে গেলে
সন্ত্রাসবাদ !

সন্ত্রাসবাদ !
একটি
আতঙ্ক-পীড়িত
'অপ'বাদ !

টেরোররিজম্ !
টেরোরিজম্-এর পেছনে শুধু
একাধিক মুসলিম সংগঠনই নেই,
আছে,
বিভিন্ন ধরণের
কমিউনিস্ট নামধেয়
পার্টিও !

মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

ABHIJIT VINAYAK BANERJEE



ABHIJIT VINAYAK BANERJEE

SHARED BY            PRANAB KUMAR KUNDU from Wikipedia




Pranab Kumar Kundu










 ABHIJIT VINAYAK BANERJEE  was arrested and jailed in Tihar Jail during a protest after students 'gheraoed' the then Vice Chancellor PN Srivastava of JNU later he was released on bail and charges were dropped against the students.[13][14][15] Later, he went on to obtain a Ph.D. in Economics at Harvard University.