দিব্য রাসলীলা
দিব্য রাসলীলার প্রাক্কালে
দিব্য শ্রীকৃষ্ণের
দিব্য প্রেমবীক্ষণের ফলে
দিব্য শরৎকালের
দিব্য রাত্রিগুলি
দিব্য ভাবে প্রকটিত হয়েছিল !
দিব্য মল্লিকাকুসুম
দিব্য জ্যোৎস্না
দিব্য উদ্দীপনাসমূহও
দিব্য ভাবে
দিব্য শ্রীকৃষ্ণের দ্বারা
দিব্য ভাবে সৃষ্টি হয়েছিল !
দিব্য গোপীরা
তাঁদের নিজেদের দিব্য মন
দিব্য শ্রীকৃষ্ণের
দিব্য মনে
মিলিয়ে দিয়েছিলেন !
তখন দিব্য গোপীদের কাছে আর
তাঁদের 'মন' বলে কিছুই ছিল না !
দিব্য শ্রীকৃষ্ণ তখন
দিব্য গোপীদের জন্য
তাঁদের নতুন মন
'দিব্য মন'
দিব্য ভাবে সৃষ্টি করেছিলেন !
দিব্য রাসলীলার জন্য দিব্যস্থল
দিব্য অনুভূতিও
সৃষ্টি করেছিলেন !
* সূত্র : 'শ্রীমদ্ভাগবত মহাপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ১৩২২।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন