বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

'জৈন' ধর্মাবলম্বিরাও সনাতন পন্থী !


'জৈন' ধর্মাবলম্বিরাও সনাতন পন্থী !



'জৈন' ধর্মাবলম্বিরাও সনাতন পন্থী !
তবে হিন্দু ধর্মশাস্ত্র 'বেদ'-এর
প্রামাণিকতায়
জৈনদের
বিশ্বাস ছিল না !

জৈনরা নিজেরা
কিছু কিছু ধর্মগ্রন্থ
প্রণয়ন করেছিলেন
এবং সেই সব ধর্মগ্রন্থগুলিকেই তাঁরা
তাঁদের যথার্থ 'বেদ' বলে মানেন !

তাঁরা বলতেন
হিন্দুধর্মে
যেগুলো
বেদ বলে প্রচারিত
সেগুলো

হিন্দু ব্রাহ্মণ্য জাতিদের দ্বারা
অন্য
হিন্দুজাতিভুক্ত লোকেদের
প্রতারণা করার
কৌশল !

যদিও সূচনায়
জৈনদের
ধর্মীয় কর্মপন্থা
অনেকটা
হিন্দুদের মতই ছিল !

জৈনদের মতে
সংস্কৃত আর
সজীব ভাষা
নয় !
সংস্কৃত মূলত মৃত ভাষা !

জৈনদের
ধর্মীয় আচার-প্রণালী ক্রমশ
হিন্দুদের থেকে
কিছুটা স্বতন্ত্র হয়েছিল
এবং তা তাঁদেরই উপযোগী ছিল !

জৈনরা
পালি ভাষায়
তাঁদের শাস্ত্রগ্রন্থাদি
রচনা করেছিলেন !
সংস্কৃত ভাষায় নয় !

পালি ভাষা !
প্রাচীন ভারতীয়
আর্যভাষাবিশেষ !
পালি ভাষায়
বুদ্ধদেবও ধর্মপ্রচার করেছিলেন !




* সূত্র : 'স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা', দশম খণ্ড, পৃষ্ঠা ২৭৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন