কুম্ভকর্ণ
কুম্ভকর্ণ !
রাক্ষসরাজ
রাবণের
মেজভাই।
কুম্ভকর্ণ
প্রায় ছয় মাস
একটানা
ঘুমোতেন !
তারপর
মাত্র একদিনের
জন্যে
জেগে উঠতেন !
তখন
পেটপুরে
খাওয়া-দাওয়া
করতেন !
বাহ্যে-প্রস্রাব
করতেন !
জল খেতেন !
স্নান করতেন !
আবার
গভীর নিদ্রায়
অচেতন ভাবে
ঘুমিয়ে পড়তেন !
সে এক গভীর ঘুম !
অচেতন ঘুম !
এত ঘুমোতেন
যে
ঘুমিয়ে ঘুমিয়েই
ঘুমের ঘোরেই
বাহ্যে-প্রস্রাব
করতেন !
কুম্ভকর্ণ
ভীষণভাবে
তমোগুণী
ছিলেন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন