ময়ূর
ময়ূর-এর সর্পভয় থাকে না !
ময়ুর-এর পুরুষ জাতির পেখম
সহস্র নেত্রের শোভা বর্ধন করে !
বাইরে মুষলধারে বৃষ্টি পড়লে
ময়ূর-ময়ূরী
হর্ষোৎফুল্ল হয়ে নাচন শুরু করে !
আগে নাকি পুরুষ ময়ূর-এর পুচ্ছ
শুধুই
নীল বর্ণের ছিল !
ইন্দ্রের বরদানে
ঐ পুচ্ছে
নেত্রসমস্ত অঙ্কিত হয় !
* সূত্র : 'বাল্মীকি রামায়ণ', হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত, পৃষ্ঠা ৮৮৩।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন