মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

সাধু পুরুষ


সাধু পুরুষ



দু'জন মানুষের জাগতিক পরিস্থিতি
কখনও এক হয় না !

দু'জন মানুষের জাগতিক পরিস্থিতি
সব সময়েই আলাদা আলাদা !

আমাদের
অন্যদের সুখ দেবার ভাব এবং ভাবনা রাখতে হবে !

দুঃখও
জীবনের অঙ্গ !

ভগবান রামচন্দ্র  রাজা হরিশচন্দ্র  রাজা নল
এঁদের জীবনেও দুঃখময় পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে !

যে ব্যক্তি
অন্যের দুঃখে দুঃখী হয় এবং অন্যের সুখে সুখী হয়

সে হয়তো
প্রকৃত সাধু পুরুষ কিংবা প্রকৃত মহাপুরুষ !

নয়তো থেকে যায় আড়াল
আসলে নেমক হালাল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন