সোমবার, ২৩ জুলাই, ২০১৮

ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী


ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী



দুধে ঘি থাকার মতো
মানুষের সারা শরীরেই
'রেত' থাকে !

কাউকেই 'রেত' দিতে নেই
বাসি পাতে !

প্রসন্নমনে
স্ত্রীগমন করলে
ঐ শুক্র
অধোগামী হয়ে
মূত্রনালির পথে
প্রচণ্ড অনৈচ্ছিক
আক্ষেপে আক্ষেপে
বিনির্গত হয় !

সংযতচিত্ত ব্রহ্মচারির ক্ষেত্রে
চরম উত্তেজিত হয়ে
বীর্যস্খলনের স্পন্দনের
আনন্দের অভাবে

'রেত'
ঊর্ধ্বমুখিই থাকে
অধোগামী হয় না !

ঐ রকম
ব্রহ্মচারিকে
শাস্ত্রে
'ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী'
বলে !

যিনি
মরণ অবধি
ঐ রকম
ব্রহ্মচর্যে স্থিত
তিনি
'নৈষ্ঠিক ব্রহ্মচারী' !



* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ৪৫৬ ও ১২৪১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন