শুক্রবার, ২০ জুলাই, ২০১৮

রাবণ ও মানুষ


রাবণ ও মানুষ



রাবণ ও মানুষ।

রাবণ
দেবদানবের অবধ্য !

কিন্তু
মানুষের ব্যাপারে
কী ?

মানুষ তো এমনিতেই
বিনাশশীল !

কাজেই রাবণের পক্ষে
মানুষ মেরে
লাভ কী ?

মানুষ হিতাহিত
জ্ঞানশূন্য !
নানা বিপদে আক্রান্ত !
নানান রোগে আক্রান্ত !

মানুষ
জরার বশীভূত !

রাবণের পক্ষে তাই
মানুষদের বধ করে
কী হবে ?

মানুষ ক্ষয়োন্মুখ !
দৈবপহত !

মানুষ
বিষাদ
ও  শোকে
একেবারেই
অভিভূত !



* সূত্র : 'বাল্মীকি রামায়ণ', হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত, পৃষ্ঠা ৮৮৫।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন