সোমবার, ২৩ জুলাই, ২০১৮

রাবণের 'মায়াবিদ্যা' শিক্ষা


রাবণের 'মায়াবিদ্যা' শিক্ষা



রাবণের 'মায়াবিদ্যা' শিক্ষা !

রাবণের
জন্মগত 'মায়াবিদ্যা শিক্ষা' ছিল না !
রাবণ মায়াবিদ্যা-শিক্ষা করেছিলেন
অনেক পরিণত জীবনে !
তার জন্য বাড়িঘর ছেড়ে
রাবণ
একবছর
পাতালপুরীতে
'নিবাতকবচ'-দের
কাছে থাকতে
বাধ্য হয়েছিলেন !

রাবণ
'শতরূপ'
মায়াবিদ্যা শিক্ষা
করেছিলেন
নিবাতকবচ নামক
'দৈত্য'দের
কাছ থেকে !

ঐ নিবাতকবচ দৈত্যরাই
ছিলেন
মায়াবিদ্যার
আদি জনক !

রাবণ
পরবর্তিতে
সেই একশো রকম মায়াবিদ্যা
শিখিয়েছিলেন
নিজপুত্র ইন্দ্রজিৎ সহ
অন্যান্য রাক্ষসদের !

নিবাতকবচ।
অভেদ্যকবচ দৈত্যগণবিশেষ !
তাঁরা
হিরণ্যকশিপুর পুত্র
'সংহ্রাদ'-এর
বংশজাত !
তাদের সংখ্যা ছিল
তিনকোটি !
নিবাতকবচেরা
সমুদ্রের মধ্যে বানানো
দুর্গে
বাস করতো !

দেবরাজ ইন্দ্রের আদেশে
অর্জুন
নিবাতকবচদের
সব্বাইকে
নিহত করেছিলেন !

( মহাভারত ৩.১৬৮-১৭২ অধ্যায় )।

সেই কারণে
সনাতন ভারতের
পৌরাণিক মায়াবিদ্যা শিক্ষা
পুরোপুরি
ধ্বংস হয়ে গিয়েছিল !

ভাগবতে
পুলোমা
ও কালকার
ষাট হাজার পুত্র
পৌলম-কালকেয়গণ
নিবাতকবচ ছিলেন !

( শ্রীমদ্ভাগবত, বঙ্গবাসী, ১৩১৫। ৬.৬. ৩৪-৩৬। )।





* সূত্র : 'বাল্মীকি রামায়ণ', হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত, পৃষ্ঠা ৮৮৯।
* সূত্র : 'বঙ্গীয় শব্দকোষ', পৃষ্ঠা ১২০৮।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন