সোমবার, ৩০ জুলাই, ২০১৮












ছোট একটাকার 'কয়েন'



ছোট একটাকার 'কয়েন'
নৈহাটিতে 'চলে' না !

ছোট একটাকার 'কয়েন'
চালাতে
মোদিজি কী
নৈহাটিতে আসবেন ?
একটা বিরাট সভা করবেন ?

ছোট একটাকার 'কয়েন'
চালাতে
মোদিজি
চেষ্টা করবেন ?

না কী তাঁর অর্থমন্ত্রীকে
নির্দিষ্ট নির্দেশ দিয়ে
নৈহাটিতে পাঠাবেন ?

স্বয়ংসেবক


স্বয়ংসেবক



আমার নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক !
আমি স্বয়ংসেবক !
আমি স্বয়ং সেবক লোক !

ব্রাহ্মণী


ব্রাহ্মণী



ব্রাহ্মণী !
যেকোন মহিলা
যে
পৈতেওয়ালা ব্রাহ্মণকে
বিবাহ করেছে !

ভালোবাসা আর
শরীরের মধ্যে
পৈতে কি
বাধার এবং ব্যথার
সৃষ্টি করেছে ?

রবিবার, ২৯ জুলাই, ২০১৮

Present Imran Khan is the nephew of General “A.A. Khan Niazi” who was accepted defeated in 1971 Bangladesh war !! Same blood....


Present Imran Khan is the nephew of General “A.A. Khan Niazi” who was accepted defeated in 1971 Bangladesh war !! Same blood....



  ফেসবুক থেকে   শেয়ার করেছেন        প্রণব কুমার কুণ্ডু


Present Imran Khan is the nephew of General “A.A. Khan Niazi” who was accepted defeated in 1971 Bangladesh war !! Same blood....

————————————————-
পোষ্টটা পাকিস্তানিদের প্রতি নীরব সমর্থকদের ভীষণভাবে ব্যথিত করবে নিশ্চিত (সত্য স্বীকার করা, কিছু বাঙালির জন্যে অনেক কষ্টের )
————————————————-

“Niazi” দের পরাজিত ভূত,  এখন টেররিস্থানের নেতৃত্ব নিয়েছে,  যা ওদের জিহাদি ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে নিশ্চিতভাবে....!

টেররিস্থান পাকিস্তানের বর্তমান সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান যার পুরো নাম “Imran Ahmad Khan Niazi” যে কিনা ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশের নিকট হেরে যাওয়া পাকিস্তানী জেনারেল “Amir Abdullah Khan Niazi” এর আপন ভাতিজা !



লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি



বিদেশি মনীষির দৃষ্টিতে ভারতবর্ষ


    বিদেশি মনীষির দৃষ্টিতে ভারতবর্ষ



     ফেসবুক থেকে  শেয়ার করেছেন        প্রণব কুমার কুণ্ডু





Sandip Rajak এতে 💥ALL BENGAL RSS💥রাস্ট্রীয় স্বয়ংসেবক  সংঘ   💥বিদেশি মনীষির দৃষ্টিতে ভারতবর্ষ

------------------***-----------------
চালস্ এইচ টাউনিস : ( ১৯১৫ - ২০১৫ )
----------------------------------------

আমেরিকার অন্যতম নোবেল পুরস্কার প্রাপ্ত বিজ্ঞানী | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাডার বোমা বিস্ফেরণের বিষয়ে গবেষণা করেছিলেন | ' মেসার ' এবং ' লেসারের ' আবিস্কর্তা | তাঁর অন্য বিষয়গুলির মধ্যে বিশিষ্ট অবদানগুলি হলো, মাইক্রওয়েভ স্পেক্টোস্কপি, কোয়ান্টাম ইলেকট্রনিক্স, রেডিও এবং ইনফ্রারেড জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি |


তিনি বলেছেন, -- ' ভারতীয় ছাত্রদের উচিত ধর্মীয় সংস্কৃতির গুরুত্ব মান্য করা |
কারণ সনাতন হিন্দুধর্ম শাস্ত্রের মধ্যেই জীবনের অর্থ ও মূল্যবোধ বিধৃত আছে |
বিজ্ঞান এবং আধ্যাত্মিক ধ্যান-ধারনাকে আলাদা করা হানিকর |
আমি মনে করি, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার দ্বন্দ্ব বাস্তব সন্মত নয় | '

---- ইন্টারভিউস অব নোবেল লরিয়েটস্ অ্যাণ্ড এমিনেন্ট স্কলারস্, -- টি.ডি.সিং অ্যাণ্ড পবন. কে.সাহারন |


ভারত মাতা কি -- জয় |




লাইকআরও প্রতিক্রিয়া প্রদর্শন করুন
মন্তব্য করুন
মন্তব্যগুলি

খ্রিস্টধর্মের ইতিহাস



খ্রিস্টধর্মের ইতিহাস


উইকিপিডিয়া থেকে     শেয়ার করেছেন          প্রণব কুমার কুণ্ডু


খ্রিস্টধর্মের ইতিহাস  
খ্রিস্টিয়  ১ম শতাব্দী থেকে বর্তমান কাল পর্যন্ত খ্রিস্টীয় ধর্মখ্রিস্টীয় বিশ্ব ও বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত চার্চের বিবরণ।

খ্রিস্টীয় ১ম শতাব্দীর মধ্যভাগে লেভ্যান্টে (পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চলে) খ্রিস্টধর্মের উত্থান ঘটে।
আরামআসিরিয়ামেসোপটেমিয়াফিনিশিয়াএশিয়া মাইনরজর্ডন ও মিশর ছিল খ্রিস্টধর্মের প্রথম যুগের প্রধান কেন্দ্রসমূহ। 

খ্রিস্টীয় ৪র্থ শতাব্দী থেকে খ্রিস্টধর্ম রাজধর্মের স্বীকৃতি পেতে শুরু করে। 

৩০১ সালে আর্মেনিয়ায়
৩১৯ সালে জর্জিয়ায়,[১][২] 
এবং ৩৮০ সালে রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্ম রাজধর্মের স্বীকৃতি পায়। 

৪৫১ সালে কাউন্সিল অফ ক্যালসেডন খ্রিস্টধর্মকে ওরিয়েন্টাল অর্থোডক্সি ও ক্যালসিডোনীয় খ্রিস্টধর্ম – এই দুই সম্প্রদায়ে বিভক্ত করে দেয়। 

ষোড়শ শতাব্দীতে প্রোটেস্টান্ট সংস্কার আন্দোলন শুরু হলে রোমান ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্ম হয়। 
পরে এই সম্প্রদায় থেকে অনেকগুলি পৃথক খ্রিস্টীয় সম্প্রদায় সৃষ্টি হয়।
মধ্যযুগে রোমান ক্যাথলিক ও ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টধর্ম সমগ্র ইউরোপে প্রসারিত হয়েছিল।
 নবজাগরণের সময় থেকে শুরু করে ইউরোপের আবিষ্কার যুগে খ্রিস্টধর্ম সারা পৃথিবীতে প্রসারিত হয়। 

এর ফলে এই ধর্ম বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়।

বর্তমানে পৃথিবীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সংখ্যা দুই লক্ষ কোটি, যা বিশ্বের জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ঝাঁপ দাও The Church Triumphant: A History of Christianity Up to 1300, E. Glenn Hinson, p 223
  2. ঝাঁপ দাও Georgian Reader, George Hewitt, p. xii
  3. ঝাঁপ দাও Ethiopia, the Unknown Land: A Cultural and Historical Guide, by Stuart Munro-Hay, p. 234
  4. ঝাঁপ দাও Prayers from the East: Traditions of Eastern Christianity, Richard Marsh, p.